ভালো বাবা চাই, সান্টার কাছে আবদার ৭ বছরের শিশুর
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ব্লেক নামে এক শিশুর সান্টা ক্লজের উদ্দেশ্যে লেখা একটি চিঠি চোখে জল এনেছে অনেকের। চিঠিটি পড়েই বোঝা যাচ্ছে বাড়িতে অশান্তির কারণে বাবাকে ছেড়ে সেই শিশুটি মায়ের সঙ্গে চলে যাচ্ছে অন্য জায়গায়, যেখানে নিরাপদে থাকতে পারবে তাঁরা।

নতুন জায়গায় ক্রিসমাস পালন না করতে পারার আক্ষেপ জানিয়ে শিশুটি সান্টার কাছে কয়েকটি বই, একটি অভিধানের বই, একটি কম্পাস এবং একটি ঘড়ি আবদার করে। এর সঙ্গেই সে সান্টাকে অনুরোধ জানিয়েছে, সে তার জন্য একজন খুব… খুব… খুব ভালো বাবা পেতে চায়।
Be First to Comment