নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৪ অক্টোবর, ২০২১। উত্তর কলকাতার স্বনামধন্য দুর্গাপুজো কমিটির মধ্যে অন্যতম ওয়ার্ড নং ১ সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনীর পুজো। প্রতি বছর নতুন ভাবে নতুন সাজে নিজেদের মন্ডপ সজ্জাকে সাজিয়ে তোলে। এবছর ও তার ব্যাতিক্রম কিছু নয়। কবি শঙ্খ ঘোষের লেখা “আয় আরো বেঁধে বেঁধে চলি” কবিতার ভাবনায় ৮৫ তম বর্ষে নিজেদের মন্ডপকে সাজিয়ে তুলেছে শোভাবাজারের অন্যতম পুজো ওয়ার্ড নং ১ সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী। মন্ডপ জুড়ে রয়েছে একে অপরের সাথে হাতে হাত ধরে পথ চলার প্রতীক।
করোনাকালে সংক্রমণের ভয়ে একে অপরের পাশে দাঁড়ানোর কথা ভুলে যাচ্ছে। চাইলেও বিপদে এগিয়ে যেতে বহু মানুষ ইতস্তত বোধ করেন। সমাজকে সচেতন করতে “সকলে আমরা সকলের তরে” এই বার্তা মন্ডপ সজ্জার মধ্যে দিয়ে তুলেছে উত্তর কলকাতার জগৎ মুখার্জী পার্কে আয়োজিত ওয়ার্ড নং ১ সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী ।
কবি শঙ্খ ঘোষের লেখা “আয় আরো বেঁধে বেঁধে চলি” কবিতার ভাবনায় সজ্জিত এই পুজোর ভাবনাকে সঠিক বার্তা অনলাইন নিউজ চ্যালেন পরিচালিত “নারী শক্তি সন্মান ২০২১” এ “সেরা ভাবনা” এ পুরষ্কৃত করা হয় উত্তর কলকাতার জগৎ মুখার্জী পার্কে আয়োজিত ওয়ার্ড নং ১ সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনীকে।
News Stardom, Aaj Khabor, M News, Orchid foundation of India, চিত্রগ্রাফি, ২৪ ঘন্টা ভারত, ২৪ ঘন্টা বাংলা এবং উৎকর্ষ বাংলা টিভির সহযোগিতায় আয়োজিত নারী শক্তি সন্মান ২০২১ এ সেরা ভাবনা হিসেবে মনোনীত করা হলো উত্তর কলকাতার জগৎ মুখার্জী পার্কে আয়োজিত ওয়ার্ড নং ১ সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনীকে।
আগামী দিনে আরো নতুন ভাবে নিজেদের পুজোকে সকলের কাছে উপস্থাপন করতে উৎসাহিত করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
Be First to Comment