স্যান্টাক্লসকে ছাড়া বড়দিনের উৎসবের কথা ভাবাই অসম্ভব ছোটদের পক্ষে।
রেনডিয়ারে পাড়ি দেওয়া নর্থপোল নিবাসী এই বুড়ো মানুষটিকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানা আকর্ষণীয় উপকথা। মধ্যযুগের প্রথা অনুযায়ী, পণ যোগাড় না করতে পারলে বিয়ে হত মেয়েদের। এমনই তিন বোনকে বিক্রি করে দিতে চাইছিলেন তাদের বাবা, এই বিপদ থেকে তাদের উদ্ধার করতে সেন্ট নিকোলাস উপহার দেন তিনটি সোনার মোহর। এখান থেকেই শুরু হয় স্যান্টাক্লসের উপকথার।
Be First to Comment