তৃষা দেবনাথ : কলকাতা, ১২, ফেব্রুয়ারি, ২০২১। বিশিষ্ট নৃত্যশিল্পী ইন্দ্রানী গাঙ্গুলী পালন করলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এর ৮০ তম জন্মদিন। উপস্থিত ছিলেন মাধবী, ইন্দ্রানী সহ পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, মৈত্রেয়ী মিত্র সহ গুণীজন। এই অনুষ্ঠানে কেক কেটে আনন্দে মেতে ওঠেন মাধবী মুখোপাধ্যায়, স্মরণ করেন ফেলে আসা দিনের কথা। প্রথমে সৃষ্টি ডান্স আকাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন মাধবী মুখোপাধ্যায় অভিনীত ছায়াছবির গানের কোলাজ। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, আরো দূরে চলো যাই, ও পাখি উড়ে আয়, চঞ্চল মন আনমনা হয় ইত্যাদি গানে নৃত্য পরিবেশনা সামনে বসে উপভোগ করেন মাধবী স্বয়ং। এর পর আসে কেক কাটার পর্ব। কেক কাটা পর্বে পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, ইন্দ্রানী গাঙ্গুলী, সতীনাথ মুখোপাধ্যায়, মৈত্রেয়ী মিত্র উপস্থিত ছিলেন এই স্মরণীয় মুহূর্তে। কেক কেটে মাধবী মুখোপাধ্যায় বলেন, “আগে ছেলেবেলায় মা বাড়িতে পালন করতেন। এখন বাড়িতে মেয়ে পালন করেন। ইন্দ্রাণীও আমার আরেক আদরের মেয়ে। ও নিষ্ঠার সাথে কাজ করে। খুব ভালো লাগছে এখানে এসে। “ইন্দ্রাণী গাঙ্গুলী বললেন, “আজ সত্যিই খুব খুশির দিন। আমি ওঁকে মামনি বলেই ডাকি। মায়ের মতোই মানি। এই মুহূর্তটা আমার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকল। “পরে গানে, গানে ভরে ওঠে সন্ধ্যা।
চারুলতা এর আমি চিনি গো চিনি থেকে ছদ্মবেশী এর আমার দিন কাটে না, শঙ্খবেলা এর কে প্রথম কাছে এসেছি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব নানা গানে সঙ্গীত মুখর হয়ে ওঠে এই সুন্দর মাধবী সন্ধ্যা।একে, একে মাধবী মুখোপাধ্যায় এর হাতে তুলে দেওয়া হয় নানা উপহার এবং মানপত্র।
Be First to Comment