জয়দেব দেবনাথ : ২৪, ডিসেম্বর, ২০২০। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস রাজ্যের বিভিন্ন জায়গায় এবং সুন্দরবনের বিভিন্ন ঘাটে ১০ টি স্ট্রেচার দান করেছে। আগামীদিনেও এই স্ট্রেচার দান চলবে। যে সকল ঘাটে এই স্ট্রেচার দান করা হলো তাদের মধ্যে উল্লেখ করতে হয় গোসাবা, বিরাজনগর, আমলমেঠি, হেতালবাড়ী, পাঠানখালী, দয়াপুর, মনমথনগর, ছোট মল্লখালী, পিয়রতলা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।
আনুষ্ঠানিকভাবে গোসাবা গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার এবং লায়নস ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর চার্টার প্রেসিডেন্ট আশীষ বসাক এর হাত দিয়ে শুরু হয়েছিল স্ট্রেচার প্রদান উৎসব। সঙ্গে ছিলেন বিমান দত্ত, অসীমা দে, লিপিকা সেন চ্যাটার্জি প্রমুখ।
নমিতা রায়, রুনা কুন্ডু, অরিন্দম গোস্বামী ও মনিকা ঘোষ সহ খড়দা মনান ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা ৫ টি স্ট্রেচার অনুদান হিসেবে দিয়েছেন।

বেবিল্যান্ড, বারুইপুর এই প্রকল্পের বিজ্ঞাপনী অংশীদার। এই স্ট্রেচার সকলের সেবার জন্য নিবেদিত এবং সড়ক দুর্ঘটনা ভুক্তভোগীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।
লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত বিভিন্ন ট্র্যাফিক পোস্টে আরও ৬ টি স্ট্রেচার অনুদান হিসেবে দেবে।
“আনলক ২০২০” আমাদের মিশনে আরও সমৃদ্ধ করতে এবং স্থির সমাজে গতি বাড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছি আমরা, জানালেন ” লায়ন্স ক্লাব অফ কলকাতা মাগনেটস এর চার্টার প্রেসিডেন্ট আশিস বসাক ।
Be First to Comment