গোপাল দেবনাথ : কলকাতা, ১৫ অগাস্ট,২০২১। আজ ১৫ই আগস্ট আমাদের দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। এই দিবস কে কেন্দ্র করে আমাদের সকলের জীবনে নেমে এসেছে স্বাধীনতার আনন্দ। আজ স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উদযাপনে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন আয়োজন করেছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুরুতেই দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা। প্রথম গানটি ছিল ‘ও আমার দেশের মাটি’ তার পরবর্তী গান ছিল ‘উঠো গো ভারতলক্ষ্মী’। এর পরেই সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সঞ্জীব আচার্য্য, সম্পাদক, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন।তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন,” আমাদের সংগঠনের লক্ষ্য হলো থ্যালাসেমিয়া মুক্ত দেশ গঠন করা। কোনো মায়ের কোল যেন অকালে খালি না হয়ে যায় সেই উদ্যেশ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে আমাদের এই সংগঠন। “এরপর চিন্ময়ী ভারতমাতাকে নানা উপাচারে বরণ করা হয়। বেজে ওঠে ঢাক, শঙ্খের মঙ্গল ধ্বনিতে পুণ্য হয়ে ওঠে সভাগৃহ। এর পরবর্তী পর্যায়ে একে একে নানা প্রান্তিক এবং খেটে খাওয়া মায়েদের হাতে বস্ত্র তুলে দেন চিন্ময়ী ভারতমাতা।
তবে আজকের দিনে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এক হাড় হিম করা দুঃসাহসিক যুদ্ধের এক কাণ্ডারীকে সম্মাননা প্রদান। জ্যোৎস্না শী যিনি বাঘের মুখ থেকে তাঁর স্বামীকে ফিরিয়ে এনেছিলেন তাঁকে সম্মান প্রদান করা হয়। সংস্থার পক্ষে সম্মানের স্মারক তুলে দেন সঞ্জীব আচার্য্য। গত এপ্রিল মাসে সুন্দরবনের কুড়ি নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন শঙ্কর শী এবং তাঁর স্ত্রী জ্যোৎস্না শী। অকস্মাৎ বাঘ ঝাঁপিয়ে পড়ে শঙ্কর বাবুর ঘাড়ে। স্বামীর পাশেই উপস্থিত ছিলেন জ্যোৎস্না শী। উপস্থিত বুদ্ধির জোরে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘের কানের ভিতর হাত ঢুকিয়ে টান দিয়ে বাঘটিকে প্রতিনিয়ত আঘাত করতে থাকেন। অবশেষে তিনি তাঁর স্বামীকে বাঁচাতে সক্ষম হন। এই বীরাঙ্গনার পরিবারের সদস্যদের সংস্থার পক্ষ থেকে বিনা ব্যায়ে চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি আর্থিক সহায়তাও করা হয়েছে।
শ্যামবাজারে সেরামের নিজস্ব সভাঘরে এই অনুষ্ঠানের পাশাপাশি সংস্থার উদ্যোগে কলকাতার বিভিন্ন ক্লাবে চলেছে দেশমাতৃকার আরাধনায় বস্ত্র বিতরণের কর্মসূচী, সঙ্গে থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য প্রচুর কুপনও বিলি করা হয়। জ্যোৎস্না শী বললেন,” এখানে আসতে পেরে আমরা খুশী। এই সহযোগিতা আমাদের পরিবারের ভীষণ কাজে দেবে বর্তমান পরিস্থিতিতে। অনটনের পরিবারে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের এই সাহায্যের জন্য সংস্থাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”
সুন্দরবনে বাঘের সঙ্গে দুঃসাহসীক লড়াইয়ে বিজয়ী এক বীরাঙ্গনার সম্বর্ধনা…..।
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘সর্বনাশা স্যালাইন?….
- The British Council announce GREAT scholarships 2025 for Indian students – 26 scholarships offered for Indian students in 2025….
- 44th Annual Meeting of The Indian Association for Cancer Research (IACR)” and International Conference on “Convergence of Fundamental and Translational Approaches in Cancer Theranostics….
- Alumni Association of APC Ray Polytechnic celebrates 75th Anniversary (Diamond Jubilee0 of the college along with their 21st Reunion….
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- হাঁটু প্রতিস্থাপন সার্জারির সাম্প্রতিক উন্নতি নিয়ে ডাঃ মনোজ কুমার খেমানির আলোচনা সভা….।
More from HealthMore posts in Health »
- What You Need to Know Before Starting Treatment In Vitro Fertilization….
- GKB Opticals Unveils Season 4 of “The Wedding Edit” – A Luxe Eyewear Trunk Show for the Indian Wedding Season….
- Dabur launches ‘Science of Ayurveda’ campaign to explain the science behind Dabur Honitus….
- Nephrocare India celebrates its third anniversary by organizing a Walkathon – ‘Walk for Health, Walk for your Kidneys’ and spread awareness for better Kidney care….
- Apollo Cancer Centre Leads the Way with India’s First LungLife Screening Program to Combat Lung Cancer….
- বিশ্ব সিওপিডি দিবস ২০২৪: প্রাথমিক সনাক্তকরণ এবং সঠিক ব্যবস্থাপনার জন্য সচেতনতা বৃদ্ধি….।
Be First to Comment