Press "Enter" to skip to content

সুনীল মনোহর গাভাসকার, অনুরাগীদের আদরের নামে ‘সানি’। প্রথম দশ হাজার টেস্ট রান ও ৩৪টি শতরানের মালিক হওয়া ব্যাটসম্যান….।

Spread the love

শু ভ জ ন্ম দি ন সু নী ল গা ভা স কা র

বাবলু ভট্টাচার্য : মাত্র পাঁচ ফুট পাঁচ ইঞ্চির এক একুশ বছর বয়সি মারাঠি ছেলে, তাঁকে নিয়েই ক্যালিপ্সো বেঁধেছিল পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মানুষ। অভিষেকেই ম্যাজিক। পরবর্তীতে তিনি হয়েছিলেন ভারতের অধিনায়ক। সুনীল মনোহর গাভাসকার, অনুরাগীদের আদরের নামে ‘সানি’। প্রথম দশ হাজার টেস্ট রান ও ৩৪টি শতরানের মালিক হওয়া ব্যাটসম্যান। তিনি লিটল মাস্টার।

সুনীল গাভাস্কার তাঁর টেস্ট কেরিয়ারে ১৬ বছরের (১৯৭১-১৯৮৭) ৩৪ টি সেঞ্চুরির সাথে ১০,১২২ রান (২৫ টেস্টে) করেছেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৫১.১২।

২০০৪ সালে সচিন তেন্ডুলকর তাঁর ৩৪ সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন। গাভাস্কার ৩৮.১৩ গড়ে ১০৮ টি ওয়ানডেতে ৩০৯২ রান করেছেন। ওয়ানডেতে তাঁর ব্যাটটি মাত্র একটি সেঞ্চুরি করেছিল, সেটিও ১০৭ তম ম্যাচে।

৭ মার্চ, ১৯৮৭ সুনীল গাভাস্কার এবং ক্রিকেট ইতিহাসের জন্য একটি বিশেষ দিন। কারণ এই দিনে টেস্ট ক্রিকেটের ১০,০০০ তম রান তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে। তিনিই প্রথম ক্রিকেটার যিনি টেস্টে ১০ হাজার রানের ছোঁয়া পেয়েছিলেন।

পাকিস্তানের বিপক্ষে তাঁর ১২৪ তম টেস্ট ম্যাচে তিনি এই কীর্তি অর্জন করেছিলেন।

সুনীল গাভাসকার ১৯৪৯ সালের আজকের দিনে (১০ জুলাই) মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *