Press "Enter" to skip to content

সুগার কসমেটিকস এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সফল পূজো ক্যাম্পেইন উদযাপন, অষ্টমীতে ঘোষণা হলো বিজয়ীর নাম…।

Spread the love

*টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন বিজয়ী।
* উদ্বোধন করা হলো এক নতুন লিপ গ্লস, উৎসবের জমজমাট পরিবেশে।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ অক্টোবর ২০২৪। ভারতের অন্যতম জনপ্রিয় বিউটি ব্র্যান্ড সুগার কসমেটিকস, যারা মূলত জেন জি ও মিলেনিয়ালদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত, এই পূজোয় এক বিশেষ বিজ্ঞাপনী প্রচার চালায় যেখানে টলিউডের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ছিলেন মুখ্য আকর্ষণ।

গত বছর পূজো ক্যাম্পেইনের সফলতার পর, এবার সুগার কসমেটিকস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সহযোগিতার মাত্রা আরও বাড়িয়েছে। এই বছরের দুর্গা পূজো ক্যাম্পেইনে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শকদের জন্য এক আকর্ষণীয় সুযোগের কথা বলেন, “আপনি কি অভিনয় করতে ভালোবাসেন? তাহলে সুগার কসমেটিকস আপনাকে দিচ্ছে একটি সোনালী সুযোগ। মিস কল দিন ৯৫২২২০৫০৫৫ নম্বরে এবং আমার প্রোডাকশন হাউসে অভিনয়ের সুযোগ পাবার সুযোগ নিন। শারদোৎসব হোক সুগার কসমেটিকস-এর সঙ্গে!”

এই ক্যাম্পেইনের ফলে ১৩,০০০+ মানুষ নিবন্ধন করেন অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য, যার মধ্যে থেকে ৫০ জনকে চূড়ান্ত অডিশনের জন্য বেছে নেওয়া হয়। অডিশনের শীর্ষ ১০ জন পারফর্মারদের অষ্টমীর দিনে বালিগঞ্জ কালচারাল প্যান্ডেলে এক বিশেষ অনুষ্ঠানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুগার কসমেটিকস-এর সহ-প্রতিষ্ঠাতা বিনীতা সিং এবং কৌশিক মুখার্জি। এই আসরে অনীষা ব্যানার্জীকে বিজয়ী ঘোষণা করা হয়, যিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। পাশাপাশি, সেই দিনে উদ্বোধন করা হয় সুগার -এর নতুন পার্টনার ইন শাইন ট্রান্সফারপ্রুফ লিপ গ্লস যা মেকআপপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ।

ক্যাম্পেইনের সফল সমাপ্তি সম্পর্কে বলতে গিয়ে, সুগার কসমেটিকস-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও কৌশিক মুখার্জি বলেন, “দ্বিতীয়বার পূজো উদযাপনে আমরা প্রসেনজিৎ দার সঙ্গে সহযোগিতায় আনন্দ আরও দ্বিগুণ করেছি। আমাদের এই ক্যাম্পেইনটি ১৩,০০০-এরও বেশি অংশগ্রহণকারীকে উৎসাহিত করেছে, যারা প্রসেনজিৎ দার প্রযোজনা সংস্থায় কাজের সুযোগ চেয়েছেন। সেই সঙ্গে, আমাদের বহুপ্রতীক্ষিত পার্টনার ইন শাইন ট্রান্সফারপ্রুফ লিপ গ্লস প্রোডাক্টটি তার উপস্থিতিতে মেকআপপ্রেমীদের জন্য লঞ্চ করতে পেরে আমরা গর্বিত। সুগার কসমেটিকস সবসময় মহিলাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকবে, যারা আমাদের ব্র্যান্ডের অনুপ্রেরণা।”

এই প্রচারের টিভিসি রাজ্যের প্রধান প্রধান বাংলা টিভি চ্যানেলগুলিতে সম্প্রচারিত হয়েছে এবং ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিতে আরও প্রচারিত হয়েছে। এছাড়াও, কলকাতার প্রধান বিউটি ইনফ্লুয়েন্সারদের সহযোগিতায় ক্যাম্পেইনটি আরও জনপ্রিয়তা পেয়েছে।

সুগার কসমেটিকস-এর সোশ্যাল মিডিয়ার উপস্থিতি প্রতিনিয়ত বেড়ে চলেছে। বর্তমানে ইনস্টাগ্রামে তাদের প্রায় ৩০ লাখ ফলোয়ার রয়েছে এবং ইউটিউব চ্যানেলটিও বড় ধরনের বৃদ্ধি পেয়ে ১৬ লাখেরও বেশি সাবস্ক্রাইবারে পৌঁছেছে। টুইটারে তাদের ফলোয়ার সংখ্যা ৪৪.৩ হাজারে পৌঁছেছে।

More from InternationalMore posts in International »
More from LifestyleMore posts in Lifestyle »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.