নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩০ আগস্ট ২০২২। ‘বিনায়ক চতুর্থী’-কে সামনে রেখে গতকাল ২৯ আগস্ট সন্ধ্যায় ৬৭, কেশবচন্দ্র সেন স্ট্রিট-এর সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব-এর পরিচালনায় স্থানীয় জনগণ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধুমধামের সাথে গণেশ পুজো-র শুভ উদ্বোধন হয়ে গেল।
উদ্বোধনী মুহুর্তে সমাজের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তি রূপে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, সঞ্জয় বক্সি, পিয়াল চৌধুরী, প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা, সঞ্জয় রায়, পৌরমাতা সুপর্ণা দত্ত, বুলবুল সাউ, পৌরমাতা সাধনা বোস, রাজেশ সিনহা, রাজা ভট্টাচার্য, সঞ্জীব আচার্য, গোপাল সাহা, প্রদীপ কর, রোহিত দাস, রাজীব জয়সোয়াল সহ বিশিষ্টব্যক্তি।
সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব-এর সভাপতি পিয়াল চৌধুরী জানিয়েছেন, “গতকাল পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে, আজ ৩০ আগস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আগামীকাল রীতি রেওয়াজ মেনে বিনায়ক বন্দনা তথা পুজোর পাশাপাশি, ১ সেপ্টেম্বর মহাভোগ পরিবেশন করা হবে। ২ তারিখ সন্ধ্যা জাগরণ পর্ব সমাপ্ত হওয়ার পরের দিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আগামী ৪ সেপ্টেম্বর রবিবার গণেশ মূর্তির নিরঞ্জন পর্ব অনুষ্ঠিত হবে।”
Be First to Comment