অধ্যাপক সুখেন বিশ্বাস : রাশিয়া, ২৩ আগস্ট, ২০২৩। গতকাল ছিল ‘নিজনি’ শহরের জন্মদিন। তিবের থেকে প্রায় ৭০০ কিমি দূরে ম্যাক্সিম গোর্কির জন্মভূমি, এই শহরটা। সারাটা রাত দীপের ড্রাইভে আমরা এসেছি নিজনিতে। শহর জুড়ে আলোর রোশনাই ।
আলেকজান্ডার চার্চের সামনে লোকারণ্য। ব্রোঞ্জের তৈরি বিশাল ঘণ্টাখানি চার্চের আকর্ষণীয় বস্তু। পাশেই স্টেডিয়াম। চলছে ফুটবল টুর্নামেন্ট । ওখানেও আলোর ঝলকানি।ভিড় উপচে পড়েছিল সামনে দিয়ে বয়ে চলা ভল্গার দু’ পার ঘেঁষে। রঙিন আলোয় সাজানো পানসি নৌকোটা…আহা কী মনোরম! মূল উৎসব হল মিন্সকি ইউনিভার্সিটির সামনে। ঠান্ডা হাওয়ার মধ্যে কচিকাচাদের নিয়ে রুশ মা-বাবারা ছবি তুলতে ব্যস্ত।
সারা রাত আড্ডা আর গানে মেতে উঠেছিল শহরটা। পাশেই কেএফসি। সেখানেও ভিড়। আমরা পাঁচে মিলে খেলাম উইংস, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর কোক। কী দারুন রাস্তা! বাও হাউসে ঘেরা চওড়া রাস্তা ধরে বাড়ি ফিরলাম আমরা যখন, ভারতীয় সময় তখন ভোর চারটে…!
ও বলা হয়নি, এখানকার প্রশাসন সব সময় ব্যস্ত মানুষের সহযোগিতা করতে।
Be First to Comment