Press "Enter" to skip to content

সারা বিশ্বে তিনি ‘মহারাজ’ নামেই পরিচিত। ক্রিকেট মাঠের এই নক্ষত্র সৌরভ গাঙ্গুলী……।

Spread the love

শুভ জন্মদিন সৌরভ গাঙ্গুলী

বাবলু ভট্টাচার্য : সারা পৃথিবীতে তিনি ‘মহারাজ’ নামেই পরিচিত বেশি। ক্রিকেট মাঠের এই নক্ষত্র সৌরভ গাঙ্গুলী। বাবার নাম চন্ডীদাস গাঙ্গুলী এবং মায়ের নাম নিরুপা গাঙ্গুলী।

ছেলেবেলায় তার বাবা-মা চান নি তিনি খেলাধূলার জগতের সঙ্গে যুক্ত হন। বরং তারা চেয়েছেন সৌরভ যেন তার পড়াশোনায় বেশি মনোযোগী হন। কিন্তু, সৌরভ-এর দাদা স্নেহাশিষ গাঙ্গুলী যেহেতু একজন প্রতিশ্রুতমান বাঁ-হাতি ক্রিকেটার ছিলেন, তাই তিনিই ছিলেন সৌরভের অনুপ্রেরণা। তাকে অনুসরণ করেই সৌরভ খেলতে শুরু করেন এবং বাঁহাতে ব্যাট এবং ডান হাতে বল করা শুরু করেন।

প্রথম ভারতের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আসে ১৯৯৬ সালে। ২০০০ সালে তিনি ভারতের অধিনায়ক হন। এরপর তিনি কখনো সাফল্যের শিখরে পৌঁছেছেন আবার কখনো বা ব্যর্থতার খাদে নেমেছেন। তবে, ১৯৯৬ সালের ২০ জুন লর্ডসের মাঠেই তার প্রথম অভিষেক ঘটে। তিনি ভারতের দ্বিতীয় সফলতম অধিনায়ক। তার হাত ধরেই বিশ্ব ক্রিকেটে ভারতের জাতীয় ক্রিকেট দল পরিচিত হয় অন্যরূপে। তার নেতৃত্বে ভারত অনেক টুর্নামেন্ট, সিরিজ দেশে-বিদেশে জিতেছে।

শুধু একজন সফল অধিনায়কই তিনি নন, তিনি একজন সফল ক্রিকেটারও। বিশ্বের ক্রিকেটারদের মধ্যে তিনি চতুর্থ খেলয়াড় যিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার ১১,০০০ এর বেশি রান করেছেন। তিনি তার টেস্ট জীবনে ১৬টি এবং একদিনের ম্যাচে ২২টি শতরান করেছেন। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছাড়া তার টেস্ট খেলিয়ে সব দেশগুলোর সাথে শতরান আছে।

তিনি তার শেষ টেস্ট ম্যাচটি খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ নভেম্বর ২০০৮-এ। শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন পাকিস্তানের বিরুদ্ধে ১৫ নভেম্বর ২০০৭ সালে।

তিনি কোন আন্তর্জাতিক কুড়ি ওভারের ম্যাচ খেলেন নি। তবে আই পি এল-এ এখনো পর্যন্ত ৬৩ ম্যাচে ৫৯ ইনিংস খেলে তার রান ১৪৬১। গড় ২৬.৫৬ এবং স্ট্রাইক রেট ১০৮.৩৮। বল হাতেও তিনি ৬৬১ রান দিয়ে ২৭টি উইকেট নিয়েছেন। সর্বোচ্চ রান ৯১ এবং সেরা বোলিং ২৭ রানে ৩ উইকেট।

তার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন।

সৌরভ গাঙ্গুলী ১৯৭২ সালের আজকের দিনে (৮ জুলাই) কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.