নিজস্ব প্রতিনিধি ; কলকাতা, ২৮ জুলাই, ২০২৪। ন্যাকের সাফল্যের পর সারা বাংলা অধ্যক্ষ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনে ।
সমগ্ৰ রাজ্যের নিরিখে উত্তর চব্বিশ পরগনা জেলার মেয়েদের কলেজের সামনের সারিতে যে কয়েকটি কলেজের নাম উঠে আসে দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন যার মধ্যে অন্যতম। ইতিমধ্যে তাদের ন্যাকের মূল্যায়ণে স্বীকৃতি ‘ এ প্লাস ’ । কলেজের অধ্যক্ষা ডঃ সোমা ঘোষ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন জেলার এই কলেজটি থেকে ৬০০ জনের বেশি ছাত্রীর কর্মসংস্থান হয়েছে। শুধু প্রথাগত শিক্ষা নয়, একাধিক প্রথা বহির্ভূত পাঠক্রম ও স্বনিযুক্ত প্রকল্প বাস্তবায়ন ও তার ফলাফল স্পষ্ট হয়ে উঠেছে। ৮৮ জন শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্তরিক সমন্বয়ে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের সাফল্যের মুকুটে একাধিক পালক জোড়া হয়েছে। এমন সাফল্যের পাশাপাশি ক্ষুদ্র পরিসরে দীর্ঘদিনের গড়ে ওঠা এই কলেজ ইতিমধ্যে সারা বাংলা অধ্যক্ষ পরিষদের ৩২ তম বার্ষিক সাধারণ সভার ব্যবস্থাপক হিসেবে নিজেদের তুলে এনেছে। তাদের এই ব্যবস্থাপনায় শতাধিক কলেজের অধ্যক্ষরা ২৮ শে জুলাই রবিবার অংশ গ্রহণ করে কলেজ গুলোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক অশোক দেব, সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র, সংগঠনের সভাপতি ডঃ পূর্ণচন্দ্র মাইতি, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের অধ্যক্ষা ডঃ সোমা ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা।
তথ্য সহায়তা ও ছবি সুবল সাহা।
Be First to Comment