তাপস মহাপাত্র : বিশিষ্ট কবি ও সাংবাদিক।
একটি সারস নদীজল হেঁটে চলে
তুমিও ক্রমেই ঢেকে নাও তার পলি,
নদীও এগোয় জীবন লব্ধ স্রোতে
তুমিও শেখো- প্রবাহ কাকে বলে।
ওই যে গায়ে বন্যা জড়ানো বাঁধ
আমি চিনে গেছি হলদিনদীর মাটি,
সরস হলেও ঝিনুকের খোলা তাতে
কেউ ছুঁলে, চুপ, জখম ভালো লাগে।
সেই যে সারস ফেরে কী ফেরে না আর
দেখতে দেখতে এক মোহনার কাছে,
ততক্ষণে আগুনের চারাগুলি-
শিকড়ে বিঁধেছে সময়ের ভরা পলি।
এ সারস বুঝি এক জীবনের দূত
মোহনায় এলে বোঝা যায় সব খুঁত !
তাপস মহাপাত্র
Be First to Comment