Press "Enter" to skip to content

সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দিতে বারুইপুরে “ওকে ক্যাবস্” এর নতুন পয়েন্ট……….

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১২, আগস্ট, ২০২০। আজ সারা বিশ্বজুড়ে অনলাইন ট্যাক্সি র রমরমা চলছে। বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থার অভিযোগ অনলাইন ট্যাক্সির বাড়বাড়ন্ত’র জন্যে তাদের নতুন গাড়ির বিক্রি বহুলাংশে হ্রাস পেয়েছে। বর্তমানে আধুনিক প্রজন্মের চাকুরীরত পুরুষ ও মহিলাদের মধ্যেও নতুন গাড়ি কেনার প্রবণতা প্রায় নেই বললেই চলে। বর্তমানকালে গাড়ি পোষার ঝক্কি কেউই নতুন করে নিজের কাঁধে নিতে ইচ্ছুক নয় বলে জানা গেছে। অনলাইনের দুনিয়ায় সকলেই এক ফোনে বাড়ির দরজার সামনে মুহূর্তে গাড়ি পেয়ে যাচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা দিন রাত বলে কিছু নেই, সর্বদা সেবা দিতে হাজির অনলাইন ক্যাব।

কলকাতা ও শহরতলির দুটি জনপ্রিয় অনলাইন ক্যাব ওলা ও উবের। এছাড়াও অন্য কোম্পানির ক্যাব থাকলেও বর্তমানে “ওকে” ক্যাব এর জনপ্রিয়তা প্রতিনিয়ত বেড়েই চলেছে। গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে লক ডাউন থাকার ফলে জন্য সকল ক্যাব ব্যাবসায়ী কে যথেষ্ট আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। বর্তমানে সাধারণ ট্যাক্সির সাথে ‘ওকে ক্যাব’ এবং ‘ওলা’ ‘উবে’র পরিষেবা দিয়ে যাচ্ছে। ওকে ক্যাব আরো উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষে জন্মাষ্টমীর পুন্য তিথিতে শহর কলকাতার খুবই কাছে দক্ষিন ২৪ পরগনার অন্তর্গত বারুইপুরে “ওকে ক্যাবস্” এর নতুন পয়েন্ট উদঘাটন করলেন সংস্থার পক্ষে শ্রী ধ্রুবজ্যাতি দাস, ইন্দ্রজিৎ দে, আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ, যোগেশ ভৌমিক সহ সংস্থার অন্যান্য আধিকারিকরা। সংস্থার পক্ষে ধ্রুবজ্যোতি দাস জানালেন আমাদের দেশ তথা রাজ্য মহামারী করোনার কারণে নানাবিধ সমস্যার মধ্যে পড়েছে। আমরা আমাদের সাধ্যমত সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন আপতকালীন পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য সারা বাংলা জুড়ে এই পরিষেবা পৌঁছে দেওয়া এবং এরই মাধ্যমে বহু বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।

OK CABS –
ALWAYS WITH YOU
1800 – 212 – 7571 TOLL FREE NUMBER

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.