নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ জানুয়ারি ২০২৫। ভারতের শীর্ষ ১০জন কনিষ্ঠ উদ্যোক্তার মধ্যে অন্যতম এবং ৩০টিরও বেশি পুরস্কারে সম্মানিত হয়েছেন সাগর মণ্ডল তার প্রথম কবিতা সংকলন “Where the Light Finds Me” এর আনুষ্ঠানিক উন্মোচন করলেন। এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলকাতার ইন্ডিস্মার্ট হোটেলের একটি অভিজাত পরিবেশে, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি দাস বসাক, পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রথম মহিলা ADC (পি), মি. আজিজ শেখ, যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের সিনিয়র প্রাইভেট সেক্রেটারি এবং অশোক কুমার মুখোপাধ্যায়, এক বিশিষ্ট লেখক এবং গবেষক, তাদের উপস্থিতিতে এই মুহূর্তটিকে আরও গৌরবান্বিত করেছেন।
সাগর মণ্ডল, যিনি স্কোয়াশকোডের প্রতিষ্ঠাতা এবং গ্রোথেনসের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত, তার সাহিত্যিক আত্মপ্রকাশে তার সৃজনশীল গভীরতা তুলে ধরেছেন। “Where the Light Finds Me” বইটি ভালোবাসা, বিচ্ছেদ, এবং আত্ম-অন্বেষণের গল্পকে মুক্ত-ছন্দ কবিতার মাধ্যমে অনন্যভাবে তুলে ধরেছে।
সাগর তার বইটিকে “আত্মদর্শনের একটি যাত্রা” হিসেবে বর্ণনা করেছেন এবং উপস্থিত সাংবাদিকদের বলেন, “এই বইটি সেইসব পাঠকদের জন্য সান্ত্বনার উৎস, যারা জীবনের অন্ধকার মুহূর্তে আলোর সন্ধান করেন।”
অনুষ্ঠানে কবিতা পাঠের পাশাপাশি একটি প্রশ্নোত্তর অধিবেশনও ছিল, যা অতিথিদের অভিভূত করেছে। এছাড়াও সাহিত্য, ব্যবসা, এবং বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে ছিলেন রূপা মজুমদার, অভিনেত্রী মধুমিতা গুপ্তা, রঞ্জন ভট্টাচার্য, লীনা বিশ্বাস, এবং প্রাক্তন সংবাদিক ও চিত্রপরিচালক অজয় বরণ দে।
“Where the Light Finds Me” ( যেখানে আলো আমাকে খুঁজে পায়) বর্তমানে অ্যামাজন অনলাইন এবং দেশজুড়ে শীর্ষস্থানীয় বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। এছাড়াও, এটি কলকাতা এবং দিল্লি বইমেলায়ও পাওয়া যাবে বলে জানিয়েছেন লেখক।
Be First to Comment