Press "Enter" to skip to content

সাক্কারার মরুভূমিতে পাওয়া গেল ডজন ডজন মমি……

Spread the love

বাবলু ভট্টাচার্য : চলতি বছর এপর্যন্ত এটাই সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। মিশর ঘোষণা করেছে যে সে দেশের প্রত্নতাত্ত্বিকরা কয়েক ডজন নতুন মমি এবং ৫৯টি সারকোফ্যাগাস খুঁজে পেয়েছে। রাজধানীর দক্ষিণে সাক্কারার প্রাচীন সমাধিভূমিতে খনন করে এসব মমি খুঁজে পাওয়া যায়। মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালিদ আল-আনানি কয়েক ডজন দেশের রাষ্ট্রদূতদের সামনে শনিবার এক আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে একটি সারকোফ্যাগাস খোলেন। সারকোফ্যাগাস হচ্ছে কফিন যেখানে মমি রাখা হয়। তিনি জানান, প্রাচীন মিশরের বিস্ময় এখনও ফুরিয়ে যায়নি, কারণ শুক্রবার রাতেই তারা ২৭টি সারকোফ্যাগাস আবিষ্কার করেছেন।

এই ৫৯টি কফিনের গঠন দু’হাজার ৬০০ বছর পরও মজবুত রয়েছে। ভেতরের মমির অবস্থাও ভাল বলে কর্মকর্তারা বলছেন।

মিশর সরকার জানাচ্ছে, গিজার পিরামিডের কাছে নবনির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান যাদুঘরে এসব মমি দর্শনার্থীদের জন্য সাজিয়ে রাখা হবে।
সৌজন্যেঃ বিবিসি

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.