সংগীতা চৌধুরী : কলকাতা, ৮ জুলাই, ২০২০।প্রতি বছরের মতো এবারও সাউথ পয়েন্ট এক্স- স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ইলেভেন ও টুয়েলভের স্টুডেন্টদের জন্য এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে। এই সেমিনার এতদিন সাউথ পয়েন্ট স্কুলের অডিটোরিয়ামেই অনুষ্ঠিত হত, কিন্তু এ বছর ‘কোভিড-১৯’-এর প্রকোপে এই অনুষ্ঠান অডিটোরিয়ামের পরিবর্তে, অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে। প্রতি বছর সাধারনতঃ এপ্রিল মাস থেকেই বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হয়। এবারও একটি ওয়েবিনার ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে। আর দ্বিতীয় অনুষ্ঠানটি আগামীকাল ৯ ই জুলাই সম্প্রচারিত হতে চলেছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে স্টুডেন্টদের সামনে ভবিষ্যৎ জীবনের কিছু পথ নির্দেশিকা তুলে ধরা হয়, যেখানে তারা সবিস্তারে সেই পথের খোঁজ জানতে পারে। কখনো ভারতীয় সেনাবাহিনীর কর্নেল, কখনো বৈজ্ঞানিক, কখনো বা কম্পিউটার আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার – এই রকম বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা এসে স্টুডেন্টদের অনুপ্রাণিত করে। তবে এই স্বনামধন্য ব্যক্তিত্বরা অবশ্যই সাউথ পয়েন্টের প্রাক্তন স্টুডেন্ট হতে হবে। এভাবে প্রাক্তন ও বর্তমানের মেলবন্ধনের ফলে বর্তমান স্টুডেন্টদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। তারা জীবনের লক্ষ্য বেছে নেয়।
কম্পিউটার আর্কিটেক্ট ডঃ দেবজিৎ দাস শর্মা।
আগামীকাল সকাল দশটায় ডক্টর সম্প্রীতি ভট্টাচার্য তাঁর অভিজ্ঞতার ভান্ডার নিয়ে ওয়েবিনারে হাজির হবেন। সাউথ পয়েন্টের এই প্রাক্তন ছাত্রী রোবোটিসিস্ট ও এরোস্পেস ইঞ্জিনিয়ার, এম.আই.টি. থেকে পি.এইচ.ডি। কৃতি ডঃ সম্প্রীতি “Hydroswarm”-এর আবিস্কারক এবং’ ONET ‘-এর কর্নধার। তাছাড়া বহু কাজের সঙ্গে জড়িত। এমন অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে ছাত্র- ছাত্রীরা অবশ্যই উপকৃত হবে। আর এক্স- স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ ও খুবই প্রশংসনীয়।
Be First to Comment