গোপাল দেবনাথ : কলকাতা, ১৭ অক্টোবর ২০২১। এই বছরের মতো দুর্গাপুজো শেষ হয়ে গেল। মা দুর্গা তার স্বামী ভোলানাথের কাছে ইতিমধ্যে কৈলাশে চলে গেছেন। মা চলে যাওয়ার পর এই বিশ্বের ধর্মপ্রাণ সন্তানদের মন খুবই ভারাক্রান্ত। একটা সময় ছিল যখন শুধুমাত্র রাজবাড়ী বা জমিদার বাড়িতেই দুর্গাপুজোর প্রচলন ছিল কিন্তু সময়ের সাথে সাথে সাধারণ পরিবারেও দুর্গাপুজো শুরু হলো। এই পর শুরু হলো পাড়ায় পাড়ায় বারোয়ারি পুজো। অবশেষে কমপ্লেক্স কালচার আসার পর থেকে বিভিন্ন কমপ্লেক্স এ দুর্গাপুজো শুরু হলো। এখন বিভিন্ন কমপ্লেক্স এই পুজো কে কেন্দ্র করে থিম সং , প্রতিদিন খাওয়া দাওয়া ছাড়াও নানান ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এই লেখার মধ্যে এমন এক দুর্গাপুজো নিয়ে কথা বলবো যারা ২০১৮ সালে প্রথম পুজো শুরু করে তারা হলেন সাউথউইন্ডস কমপ্লেক্স। এই বছর এই পুজো চতুর্থ বর্ষে পদার্পন করেছে। এই পুজো উপলক্ষে পুজোর থিম সং ইতিমধ্যে মুক্তি পেয়েছে। এই থিম সং এর ভিডিওটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে। এই থিম সং টির সুর করেছেন এবং গেয়েছেন তুষার ঘোষ এবং লিখেছেন স্নিগ্ধা ঘোষ (মিষ্টি) এবং পুরো কাজটিতে বিশেষভাবে সহায়তা করেছেন সাউথউন্ডস পুজো ও কালচারাল কমিটি ২০২১ -এর সেক্রেটারী বিপ্লব গোস্বামী।
এই গানটির মধ্যে আছে পুজোর প্রেম, পুজোর সাজ, মায়ের আসার অপেক্ষা ও বিদায় বেলার কষ্ট সবটা মিলেই এই গান। এই থিম সং টি ইতিমধ্যে মানুষের হৃদয় স্পর্শ করেছে। এবারের সাউথউইন্ডস কমপ্লেক্স এর অসাধারণ মা দুর্গার মূর্তিটির রূপদান করেছেন বিখ্যাত মুর্তিকার সনাতন রুদ্র পাল। বহু চর্চিত চন্দননগর থেকে আলোকসজ্জার ব্যবস্থা করেছিলেন পুজোর উদ্যোক্তারা। সমস্ত রকম সরকারি নিয়ম মেনে এবং বর্তমানে কেভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই পুজোর আয়োজন করেছিলেন। দুর্গা মায়ের বিসর্জনের সময় সব সদস্য সমস্বরে বলে উঠলেন “বলো বলো দুগ্গা বলো”।
Be First to Comment