গোপাল দেবনাথ: কলকাতা, ১৬, জুন, ২০২০।উত্তর বরানগর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং মা ভবতারিণী সেবাশ্রমের সহযোগিতায় ১৪ জুন আয়োজিত হল লকডাউনে দুর্গত বাসিন্দাদের রান্নাকরা খাবার বিতরণ কর্মসূচির। ঐদিন আলমবাজারের বি. এস.এফ. ক্যাম্প সংলগ্ন বাসস্ট্যান্ডের সামনে বিধায়ক তাপস রায়ের অনুপ্রেরণায় উদ্যোক্তারা খাদ্য বিতরণ কর্মসূচি সফল করেন। স্থানীয় বহু দুর্গত মানুষ ঐদিন উক্ত খাবার বিতরণ পরিষেবার সুবিধা গ্রহণ করেন।
যথেষ্ট আন্তরিকতার সাথে উদ্যোক্তাদের সদস্য-সদস্যাবৃন্দ তাঁদের কর্ম তৎপরতা দেখান। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বরানগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাপস রায়, উত্তর বরানগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রোহিত সাউ, পৌরসভার বিদায়ী কাউন্সিলর যথাক্রমে দিলীপ নারায়ণ বসু (সুনু) ও অঞ্জন পাল প্রমুখ তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত থেকে এবং বক্তব্য রেখে উদ্যোক্তাদের উৎসাহিত করেন।
এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা গণপতি মজুমদার, যুব তৃণমূল নেতা পুলক ঘোষ, রবীন বিশ্বাস, পিনাকী মালাকার সহ বরানগর তৃণমূল মহিলা কংগ্রেসের দায়িত্বশীল কর্মী অনিতা বসু, গৌরী মজুমদার এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সমগ্র পর্বটির তদারকি ও সঞ্চালনা করেন বিশিষ্ট যুবনেতা ও মা ভবতারিণী সেবাশ্রমের কর্ণধার দিলীপ দেবনাথ।
তথ্য সহায়তা ও ছবি – সুবল সাহা।
Be First to Comment