Press "Enter" to skip to content

সাংবাদিক ও কথাশিল্পী বাংলাদেশের “দৈনিক বর্তমান”এর সম্পাদক রাহাত খান চিরতরে চলে গেলেন….

Spread the love

চলে গেলেন সাহিত্যিক রাহাত খান

বাবলু ভট্টাচার্য : সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খান আর নেই। আজ রাত প্রায় ৮ টার সময় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর রাহাত খান কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। রাহাত খান ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি নিয়েই যোগ দেন শিক্ষকতা পেশায়। তিনি ময়মনসিংহ জেলার নাসিরাবাদ কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। ১৯৬৯ সালে তিনি প্রত্যক্ষভাবে সাংবাদিকতায় চলে আসেন। দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হন। ২০১৩ সালের জুলাই মাসে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ‘দৈনিক বর্তমান’। তিনি ৫০টিরও বেশি গল্প-উপন্যাস রচনা করেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে রাহাত খান একুশে পদকে ভূষিত হন। এ ছাড়া তিনি ১৯৭৩ সালে বাংলা একাডেমি পুুরস্কার, ১৯৭৯ সালে সুফি মোতাহার হোসেন অ্যাওয়ার্ড, মাহবুবুল্লাহ জেবুন্নেসা ট্রাস্ট অ্যাওয়ার্ড, আবুল মনসুর মেমোরিয়াল অ্যাওয়ার্ড, ১৯৮২ সালে হুমায়ুন কাদের মেমোরিয়াল অ্যাওয়ার্ড, সুহৃদ সাহিত্য পুরস্কার, ট্রাই সাহিত্য পুরস্কার ও চেতনা সাহিত্য পুরস্কার পান।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.