Press "Enter" to skip to content

সল্টলেকে ফাটাফাটি ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই, চ্যাম্পিয়ন সুকান্তনগর স্পোর্টিং ক্লাব….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সল্টলেক, ১০ জুন, ২০২৫। একে ব্লক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ক্রীম্‌জ-এর পৃষ্ঠপোষকতায় ৭ ও ৮ জুন একে ব্লক মাঠে অনুষ্ঠিত হল ‘ফাটাফাটি ফুটবল’ ডে-নাইট টুর্নামেন্ট। সহযোগিতায় ছিল আদিত্য গ্রুপ। দুই দিনের এই প্রতিযোগিতা ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা গেল দারুণ উৎসাহ।

৭ জুন বিকেল ৩টেয় টুর্নামেন্টের সূচনা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি ও বিপর্যয় ব্যবস্থাপন দফতরের মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগর পৌরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্য, দুলাল বিশ্বাস, রহিম নবি ও বাসুদেব মণ্ডল।

আদিত্য গ্রুপ-এর জেনারেল ম্যানেজার (অপারেশনস) সুদীপ মুখার্জি বলেন, “এই ধরনের টুর্নামেন্টে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত। যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে আনাই আমাদের লক্ষ্য।”

৮ জুন রাতে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে সুকান্তনগর স্পোর্টিং ক্লাব ও মা মারিয়া স্মৃতি সংঘ মুখোমুখি হয়। জমজমাট ম্যাচে জয় পায় সুখান্তনগর স্পোর্টিং ক্লাব।

মিষ্টিমুখ আর আনন্দের আবহে ক্রীম্‌জ-এর সৌজন্যে শেষ হয় এবারের ‘ফাটাফাটি ফুটবল’ টুর্নামেন্ট।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.