গোপাল দেবনাথ : কলকাতা, ৯ জানুয়ারি ২০২২। দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল পুরষ্কার প্রাপ্ত স্বনামধন্য তবলা বাদক ও সংগীত পরিচালক অভিষেক বসু এবং ইলেকট্রো ওয়ার্ল্ড মিউজিক টিম বেদাট্রনিক্সের ভাবনায় ভারতে সর্বপ্রথম ডিজিটাল মিউজিক ক্যালেন্ডার আসতে চলেছে নতুন বছরে। গতবছর ৮ই ডিসেম্বর এই প্রজেক্টের শুটিং শেষ হয়েছে। মানবমিত্র ও সৌমেন চ্যাটার্জির উপস্থাপনায় এবং হেমন্ত মারদার বিশেষ সহায়তায় । জনপ্রিয় মডেল মাধবীলতা মিত্র, ডিম্পি ঘোষ এবং এন এস ডির শিক্ষায় শিক্ষিত অভিনেত্রী দেবশ্রী চক্রবর্তীকে পোশাক পরিচ্ছদে কেতাদুরস্ত করে তুলেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার তেজস গান্ধী । সংগীতায়োজনে ছিলেন চিরদীপ সরকার (সন্তুর), অভীক গাঙ্গুলি (পিয়ানো এবং শব্দ কল্পনা) গায়ক সায়ন্তন ভৌমিক, অনুপ চ্যাটার্জি (স্যাক্সোফোন), সৌম্যজ্যোতি ঘোষ ( বাঁশি)।
এই অভিনব ডিজিটাল ক্যালেন্ডারটি প্রতি মাসে ভিন্ন ভিন্ন সুর দ্বারা সংযোজিত। ছ’মাস মিউজিসিয়ানদের বাজনা অনুসারে এবং ছ’মাস মডেলদের সাজ অনুসারে সাজানো ক্যালেন্ডারটি জানুয়ারি মাসে অনলাইনে প্রকাশিত হবে।
মানুষ সেলফোন, ট্যাব, পিসি,এবং স্মার্ট টিভিতে অনায়াসে ডাউন লোড করতে পারবেন।
চিত্রায়ণে রয়েছেন সৈকত পাল এবং এডিটিং করেছেন সৌরিশ দে।
Be First to Comment