Press "Enter" to skip to content

সর্বকালের জনপ্রিয় পরিচালকের নাম আলফ্রেড হিচকক…।

Spread the love

জন্মদিনে স্মরণঃ আ ল ফ্রে ড হি চ ক ক

“পঞ্চাশ বছর ধরে প্রায় একনাগাড়ে একই ধরনের ছবি করে হিচকক যেভাবে নিজের খ্যাতি অটুট রেখেছিলেন এবং সেইসঙ্গে সিনেমার কলা-কৌশল নখদর্পণে এনেছিলেন, তার নজির চলচ্চিত্রের ইতিহাসে নেই বললেই চলে।”

[ সত্যজিৎ রায় ]

বাবলু ভট্টাচার্য : ‘দ্য মাস্টার অব সাসপেন্স’ কোন পরিচালককে বলা হয় জানেন? নিশ্চয়ই আঁচ করতে পারছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, সর্বকালের জনপ্রিয় এই পরিচালকের নাম আলফ্রেড হিচকক।

বাবা উইলিয়াম হিচকক ছিলেন মুদির দোকানের মালিক ও কৃষক, মা-র নাম এমা জেইন হিচকক। পড়াশোনা করেন লন্ডনের সেইলসিয়ান কলেজ এবং পরবর্তীতে জেসুইট পরিচালিত সেন্ট ইগনাটিয়াস কলেজে। বাল্যকালে তিনি বেশ একাকী ছিলেন এবং মোটা হওয়ার কারণে সম্ভবত অন্যান্য জটিলতাও সৃষ্টি হয়েছিল।

মাত্র ৫ বছর বয়সে একদিন বাবা তাঁর হাতে একটি চিরকুট ধরিয়ে পুলিশ স্টেশনে যেতে বলেছিলেন। স্টেশনে গিয়ে পুলিশকে বলতে বলা হয়েছিল, খারাপ আচরণের জন্য তাঁকে যেন জেলে ১০ মিনিটের জন্য আটকে রাখা হয়। এই খারাপ ব্যবহার ও মিথ্যাভাবে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি তাঁর সিনেমায় অনেক সময়ই উঠে এসেছে।

১৪ বছর বয়সে বাবাকে হারান হিচকক। সে বছরই তিনি সেন্ট ইগনাটিয়াস কলেজ ছেড়ে দিয়ে লন্ডন কাউন্টি কাউন্সিল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড নেভিগেশনে ভর্তি হন। এখান থেকে পাশ করার পর প্রকৌশল চিত্রাংকন এবং বিজ্ঞাপনের ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন।

১৯৫৬ সালে হিচকক আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন। ছয় দশকের ফিল্মি ক্যারিয়ারে তিনি পঞ্চাশটিরও অধিক পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেছেন। অনেক ছবি তিনি নিজেই প্রযোজনা করেছেন।

হিচককের ছবি সাসপেন্স ও ফ্যান্টাসিতে যেমন ভরা তেমনি রসবোধ এবং বিদ্রুপেও কম যায় না। তাঁর ছবি টেকনিক ও সিনেমাটোগ্রাফির জন্যও বেশ গুরুত্বপূর্ণ। হিচককের কাজের ধারা এমনই পৃথক ও স্বকীয় ছিল যে প্রচুর চলচ্চিত্রকার, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীরা তাঁর চলচ্চিত্র দেখে উজ্জীবিত হয়েছেন এবং শিখেছেন।

কাজের স্বীকৃতিস্বরূপ হিচকক জীবনে বহু পুরস্কার পেয়েছেন। অস্কার নমিনেশনে অনেকবার তিনি বেস্ট ডিরেক্টরের পুরস্কার পান। ছবিগুলো হল— ‘সাইকো’ (৬০), ‘রেবেকা’ (৪০), ‘লাইফবোট’ (৪৪), ‘স্পেলবাউন্ড’ (৪৫), ‘রিয়ার উইন্ডো’ (৫৪) এবং বেস্ট পিকচারের পুরস্কার পায় তাঁর ‘ফরেন করেসপন্ডেন্ট’ ও ‘স্পেলবাউন্ড’।

১৯৮০ সালে ব্রিটেনের রানী এলিজাবেথ কর্তৃক তিনি ‘নাইট’ উপাধি লাভ করেন।

১৯৮০ সালের ২৯ এপ্রিল হিচকক ক্যালিফোর্নিয়াতে মৃত্যুবরণ করেন ৷

স্যার আলফ্রেড হিচকক ১৮৯৯ সালের আজকের দিনে (১৩ আগস্ট) ইংল্যান্ডের লেইটনস্টোনে জন্মগ্রহণ করেন।

More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.