সৃঞ্চিণী পোদ্দার : কল্যাণী, ১৬ ফেব্রুয়ারি, ২০২২। বিশ্বজুড়ে অনলাইনের যুগে আবারও নতুন ভাবনা নিয়ে পথ চলা শুরু হলো রাই মিডিয়া এন্টারটেনমেন্টের । এদিন সাংবাদিক সন্মেলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয় এই রাই মিডিয়া এন্টারটেনমেন্টের। নতুন ছোট ছোট নাটকীয় গল্প নিয়ে আসছে রাই মিডিয়া এন্টারটেনমেন্ট।
বর্তমান প্রজন্মের কাছে অর্থের বিনিময় অভিনয় জগতে কাজ করানোর সুযোগ দেওয়ার বদলে রাই মিডিয়া এন্টারটেনমেন্ট অভিনেতা তৈরির লক্ষ্য নিয়ে শুরু করছে পথ চলা। কলকাতা থেকে সুদূর প্রান্তে যেখানে সহজেই হাতছানি দেয় অভিনয় জগতে আসার। তবে নদীয়া জেলার কল্যাণীতে যেখানে প্রত্যন্ত এলাকায় লুকিয়ে থাকা প্রতিভাদের প্রতিষ্ঠিত করবে রাই মিডিয়া এন্টারটেনমেন্ট। ইতিমধ্যে প্রতিষ্ঠিত বহু স্বনামধন্য অভিনেতারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আগামীতে সাফল্যের আশায় নতুন নতুন ছবি নিয়ে আসছে রাই মিডিয়া এন্টারটেনমেন্ট।
Be First to Comment