বাবু মল্লিক : কামারহাটি, ২২ জানুয়ারি ২০২২। সম্প্রতি কামারহাটি পৌরসভার নজরুল মঞ্চে সমাজ সচেতন ওয়েল ফেয়ার ফেডারেশনের উদ্যোগে একটি চলচ্চিত্র উৎসব উদযাপিত হলো। অনুষ্ঠান দিনের গৌরবময় সন্ধ্যায় সঙ্গীতের মূর্ছনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টালিগঞ্জের বিশিষ্ট পরিচালক শুভম দাস। এই পরিচালকের উজ্জ্বল উপস্থিতিতে বৃক্ষরোপণ ও প্রদীপ প্রজ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার গৌতম মুখার্জি। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রথিতযশা পরিচালক তথা অভিনেতা উত্তম ভট্টাচার্য্য সহ অন্যান্য বিশিষ্ট পরিচালক সহ কলাকুশলীবৃন্দ। মূল অনুষ্ঠানের প্রারম্ভে প্রয়াত পরিচালক সুব্রত দেবনাথ সহ বহু বিশিষ্ট পরিচালক এবং শিল্পীদের আত্মার শান্তির কামনার্থে এক মিনিট নিরবতা পালন করা হয়। আবৃত্তিকার দিব্যেন্দু নাথ স্বরচিত একটি কবিতা পাঠ করেন। সন্মানীয় প্রবীণ অভিনেতা রতন কৃষ্ণ পাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবৃত্তি পাঠ করে দর্শকদের মোহিত করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউড পরিচালক ও বিশিষ্ট অভিনেতা সুমন হালদার। যিনি অনুপস্থিত থেকে ও বিশেষ শুভেচ্ছার বার্তা পাঠায়। প্রচারের দায়িত্বে ছিলেন – বিশিষ্ট সাংবাদিক ও জনসংযোগ অধিকর্তা মৃত্যুঞ্জয় রায়।





















Be First to Comment