Press "Enter" to skip to content

সমাজসেবামূলক কাজের জন্য এ আই এইচ আর এর চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায় পেলেন ডক্টরেট উপাধি……।

Spread the love

গোপাল দেবনাথ : আসানসোল, ২৮, ডিসেম্বর, ২০২০। আমাদের দেশ তথা আমাদের রাজ্যে যে সকল মানুষ সাধারণ দুঃস্থ নিপীড়িত মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করে চলেছেন তাদের মধ্যে অন্যতম অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জী। স্বেচ্ছাসেবী কাজ বলতে সাধারণত স্বার্থহীন কাজকে বোঝায় যা একজন ব্যক্তি বা গোষ্ঠী কোন আর্থিক বা সামাজিক লাভের জন্য করে না। এই কাজের জন্য অনারি রয়েল ডক্টরেট ডিগ্রী দেওয়া হয় ব্রাজিলের এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে। যা পেলেন অল ইণ্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায়। বুম্বা মুখোপাধ্যায় ওরফে শঙ্কর মুখোপাধ্যায় নামাঙ্কিত ডক্টরেট সার্টিফিকেট এলো এবার আসানসোলে। ব্রাজিলের একটি সংস্থার পক্ষ থেকে এই উপাধি দেওয়া হয় তাঁকে। ব্রাজিলের শিক্ষা প্রতিষ্ঠান আইটিএমইউটি (ITMUT) অনারি বা সম্মানসূচক ডক্টরেট উপাধি দেওয়া হয়ে থাকে বিশিষ্টজনকে। বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের ওপর রিসার্চ করে সংস্থার পক্ষ থেকে ডক্টরেট উপাধি দেওয়া হয়। এবছর সেই উপাধি পাচ্ছেন সমাজসেবী বুম্বা মুখোপাধ্যায়। বিশেষ করে বুম্বা মুখোপাধ্যায়ের উদ্যোগে গত দু বছরের উপরে চলা ফুড ব্যাঙ্ক অন্যতম সফল কর্মসূচি। সোমবার পর্যন্ত আসানসোল স্টেশনে লাগাতার ৮২২ দিন দুঃস্থ অসহায় ও ফুটপাতবাসীকে বুম্বা মুখোপাধ্যায় এবং তার একনিষ্ঠ সদস্যবৃন্দ খাবার সরবরাহ করছেন। অল ইণ্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের বার্নপুরের দুটি শাখাও ইতিমধ্যেই বার্নপুর বাসস্ট্যান্ড ও স্টেশনে দুঃস্থদের খাবার দেওয়ার কাজ শুরু করেছে। যা ইতিমধ্যেই একবছর পেরিয়ে গেছে। এই সমস্ত কাজ দেখেই ব্রাজিলের ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডক্টরেট উপাধি সম্মান তিনি লাভ করেন।

বুম্বা মুখোপাধ্যায় বলেন, আমাদের সামাজিক ও সমাজসেবা মূলক কাজের প্রেক্ষিতে যে রয়েল ডক্টরেট ডিগ্রি বা সম্মান দেওয়া হয়েছে। ইনস্টিটিটো টেলেজিকো ডেমিস্যাও আলমিটা ট্রমবিটা অর্থাৎ আইটিএমইউটি(ব্রাজিল) থেকে যে সম্মান প্রদান করা হল তার জন্য আমাদের আরও উতসাহ বাড়লো।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.