ডঃ পি সি সরকার : (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক। কলকাতা, ৬, ডিসেম্বর, ২০২০। আমাদের দেব তুল্য, যুগ পুরুষ মুখ্যমন্ত্রী স্বর্গগতঃ ডাঃ বিধান চন্দ্র রায়ের ডাকে সাড়া দিয়ে, বন্যাত্রাণ তহবিলে টাকা তুলতে বাবা কলকাতার নিউ এম্পায়ার থিয়েটার হলে একটা স্পেশাল পূর্ণাঙ্গ ইন্দ্রজাল অনুষ্ঠান করেন। তাতে সবার চোখের সামনে একটা গাড়িতে উত্তম কুমার, শচীন দেব বর্মণ, বিবেকানন্দ মুখোপাধ্যায় কে বসিয়ে এক নিমিষে ফুশ্ করে ভ্যানিশ করে দেন। সবাই হায় হায় করে ওঠেন। বাঙালির হাতে তাহলে কী রইলো? বাবা হাসতে হাসতে আবার সবাইকে ফিরিয়ে আনেন। বাঙালি হাফ্ ছেড়ে বাঁচে। অনেক টাকা উপার্জন হয়। বিধান বাবু খুব খুশি হন। টাকাটা ঠিক ঠাক কাজে লাগে। বলেন, “আদর্শ শিল্পীর যথার্থ কাজ।” বাবা বলেন, ” আমরা সবাই আছি আপনার পাশে, দেশের কাজে লাগতে ।” সবাই দলমত নির্বিশেষে একই কথা বলেন। এখন 'হাওড়া মোটরস'-এর সেই গাড়িটা নেই। সেটা 'হেরিটেজ' হয়নি, হয়তো কালোয়ারেরা কেটে কুটে কিলো দরে বেচে দিয়েছেন। কারুর মাথায়ও আসেনি। উত্তম কুমার নেই, শচীন বাবু নেই, বিবেকানন্দ বাবু নেই এমন কি, আমার বাবাও নেই। নিউ এম্পায়ারে মোটেই আর

কালচারাল প্রোগ্রাম হয়না… ওখানে বাজার বসে। ওটা ‘সাহেব-পাড়া’ নেই, ‘মোসাহেব-পাড়া’ হয়ে গেছে। নিউ মার্কেটকে ‘রি-নিউ’ করার নামে কালচারাল ঘ্যাট হয়ে আছে। ছোটবেলায় দেখেছি, রাস্তা ধোয়া হতে। এখন ফ্লাই-ওভার ভেঙ্গে পড়লে
কর্তৃপক্ষের হাত ধুয়ে নিতে দেখছি। কোভিড আবার আসবে। এবার রোগ সাড়াতে আসবে। পূর্বাভাস পাচ্ছি। "প্রভাত কি রাত্রীর অবসানে? যখনই জেগেছে চিত্ত, তখনই হয়েছে প্রভাত।"

Be First to Comment