গোপাল দেবনাথ : কলকাতা, ৮ অক্টোবর ২০২১। বর্তমান সময়ে দুর্গা পুজোর সাথে সাথে থিম সং ও অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে আছে। প্রতিটি পুজো কমিটির থিম সং তার নিজস্বতা নিয়ে মানুষের মনে সুদূর প্রসারী ছাপ রেখে যায়। গত ৬ অক্টোবর মহালয়ার বিশেষ দিনে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম সং প্রকাশিত হলো। এই থিম সং এর পুরোটাই দুর্গা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত।
এই শহর কলকাতায় যত সংখ্যক বারোয়ারি দুর্গাপুজো হয় এবং সেই সকল সংগঠনের সাথে যে পরিমানে মহিলা সদস্যা আছেন তাদের মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এই থিম সং ভিডিও এলবামের ভাবনা, কথা ও সুর দান করেছেন প্রবীর মিশ্র (নীলকন্ঠ)।
ভিডিও এলবাম পরিচালনায় চির বসন্ত, নৃত্য পরিচালনায় শিল্পা দে। থিম সং প্রকাশ অনুষ্ঠানে বিশিষ্টজনের সাথে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রদীপ ঘোষ।
সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন সংস্থার সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সজল ঘোষ। দুর্গা বাহিনীর উৎসাহ ছিল নজর কাড়া।
Be First to Comment