গোপাল দেবনাথ : কলকাতা, ৮ এপ্রিল ২০২১। গত ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় কমিটির পক্ষে সজল ঘোষ এর উদ্যোগে সান্ধ্যকালীন বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ২০০ জনের বেশি রক্তদাতা বিনা উপহারে রক্তদান করলেন। সজল বলেন, আমরা সারাবছর ধরেই নানা ধরণের সামাজিক কর্মসূচি পালন করি। রক্তদান তার মধ্যে অন্যতম। এই রক্তদান উৎসব কে সফল করতে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো নজরকাড়া।

সজল আরো বলেন বর্তমানে রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে রক্ত সংগ্রহ করা সম্ভবপর হচ্ছে না। কিন্তু রক্ত ছাড়া অসুস্থ মানুষের প্রাণ বাঁচানো প্রায় অসম্ভব। একজন রক্তদাতার রক্তে তিনজন মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়। এই কথা মাথায় রেখেই এই রক্তদান শিবির। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের স্টেট ব্ল্যাড ট্রান্সফিউসন কাউন্সিল এর সহযোগিতায় এই রক্তদান শিবির সম্ভবপর হলো।
Be First to Comment