বাবলু ভট্টাচার্য : ঘরে ছোট শিশু থাকলে ঘরের অথবা বাইরের কাজকর্ম করা কতোটা সমস্যার তা একমাত্র বাবা-মায়েরাই বোঝেন।
চোখের একটু আড়াল হলেই শুরু হয়ে যাবে সন্তানের কান্না! তবে এই সমস্যার সমাধানে এক অদ্ভুত উপায় বার করেছেন জাপানের এক দম্পতি। শিশুটির মায়ের প্রমাণ আকৃতির একাধিক কাটআউট বানিয়ে ঘরের বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছেন শিশুটির বাবা। ফলে বাবা-মায়ের অবর্তমানেও সারাক্ষণই মুখে হাসি শিশুটির!
নিজের এমন কীর্তির কথা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন শিশুটির বাবা।
Be First to Comment