Press "Enter" to skip to content

সদ্য ধ্বংসপ্রাপ্ত ইউক্রেন নগরীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং প্রবাসী এক ভারতীয় ছাত্রের নিষ্পাপ প্রেমের উপাখ্যান নিয়ে হিন্দি সিনেমা ‘লাভ ইন ইউক্রেন’…..।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১৯ মে, ২০২২। এই মুহূর্তে ইউক্রেন দেশের নামটি রাশিয়ার সাথে যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি মানুষ জেনে গেছে। ইউক্রেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরোপিয়ান দেশ। এইদেশের প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, তেমনই মনোমুগ্ধ করে এখানকার মানুষের অতিথিপরায়ণতার সীমাহীন সৌন্দর্যতা। একটি নিটোল প্রেমের ছবি তৈরির পরিবেশ এই দেশের আনাচে কানাচে।

লাভ ইন ইউক্রেন ছবিতে এক ভারতীয় প্রবাসী ছাত্রের চরিত্রে অভিনয় করছেন ছয়ফুট তিনইঞ্চি  সুদর্শন ও ভদ্র অভিনেতা বিপিন কৌশিক। তাঁর বিপরীতে অভিনয় করেছেন এক ইউক্রেন কন্যা লিজাবেতা। ছবির শিল্পী ও কলাকুশলীদের নিয়ে এই ছবির শুটিং হয় গত বছর ২০২১ সালে। সেই সময় বিশ্বের কোনো মানুষ ভাবতে পারেননি, একবছরের মধ্যে প্রকৃতির উজাড় করা দানে তৈরি ইউক্রেনের সৌন্দর্য রাজনীতির যুপ কাষ্ঠে বলি হবে। যেসব ইউক্রেনের গ্রাম্য লোকেশনে ছবির শুটিং হয়েছে আজ তা কঙ্কালসার শ্বশানপুরী।

এই ছবির স্থানীয় কলাকুশলীরা শারীরিক ভাবে নিরাপদে থাকলেও যুদ্ধের ভয়াবহতায় আতঙ্কে আতঙ্কিত। এরা লাভ ইন ইউক্রেন ছবির শুটিংয়ের সময় একবারও ভাবেন নি, এটাই হবে তাঁদের শেষ কাজ। ছবির শুটিং চলাকালীন এখনকার স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা আমাদের দেশের শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে আত্মিক সম্পর্কের বন্ধন গড়ে তোলেন। লাভ ইন ইউক্রেন ছবি যেন সে দেশের মানুষের কাছে উপহার। ছবিটি এইদেশে মুক্তি পেতে চলেছে আগামী ২৭ মে শুক্রবার।

এই ছবির মধ্য দিয়ে বিপিন কৌশিকের আত্মপ্রকাশ নিঃসন্দেহে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। এই ছবির মূল বিষয় প্রেম। আর এই প্রেমের আবেদন বিশ্বজনীন। তাই সমগ্র ইউক্রেনবাসীর সঙ্গে ভারতের পক্ষ থেকে এই ছবির শিল্পী ও কলাকুশলীরাও মনে করেন একদিন প্রেমের জয় হবে। নৃশংসতা পরাস্ত হবে ভালোবাসার কাছে।

গত ১৬ মে সোমবার এই সিনেমার প্রচার উপলক্ষে দক্ষিণ কলকাতার একটি হোটেলের ব্যাংকোয়েট এ সাংবাদিকদের সাথে মিলিত হয়েছিলেন ছবির নায়ক বিপিন কৌশিক সাথে ছিলেন ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জী, বিশিষ্ট প্রযোজক রাকেশ সাভারওয়াল সহ বিশিষ্টজন। প্রযোজনা সংস্থার পক্ষে জানা গেল এই দেশের প্রায় ৩০০টি প্রেক্ষাগৃহে এই মাসের ২৭ তারিখ মুক্তি পাবে ‘লাভ ইন ইউক্রেন’। 

এই সিনেমার কাহিনীকার ও পরিচালক নীতিন কুমার গুপ্তা। সহযোগী – বিশাল ওম প্রকাশ।
প্রযোজনা – কামাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।
সম্পাদনা ও সংগীতে – নীতিন কুমার গুপ্তা।

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.