শুভ জন্মদিন সন্দীপ রায়
বাবলু ভট্টাচার্য : সত্যজিৎ রায় মাত্র আড়াই বছর বয়সে হারিয়ে ছিলেন বাবা সুকুমার রায়কে। সত্যজিৎ বাবাকে চিনেছিলেন তাঁর চিঠির মধ্যে দিয়ে। সে অর্থে বলতে গেলে বাবা ভাগ্য বেশ খারাপই ছিল সত্যজিতের।
কিন্তু সত্যজিৎ পুত্র সন্দীপ রায় সে অর্থে ভাগ্যবান। বাবার সান্নিধ্যেই বেড়ে উঠেছিলেন সন্দীপ রায়। এমনকি কাছ থেকে সুযোগ পেয়েছিলেন বাবার কাজ দেখার। বাবার দেখানো পথে হেঁটেই পরবর্তীকালে চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেন পরিচালক সন্দীপ রায়।
তিনি ২২ বছর বয়সে তার চলচ্চিত্র জীবন শুরু করেন ‘শতরঞ্জ কি খিলাড়ি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে। এ ছাড়াও তিনি তার বাবার বিভিন্ন ছবিতে কাজ করেন, এমনকী ফোটোগ্রাফার হিসেবেও।
তার প্রথম পরিচালকের কাজ ‘ফটিকচাঁদ’ ছবি। এই ছবি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায়। তিনি এক জন ফোটোগ্রাফার হিসেবেও সুখ্যাতি অর্জন করেন।
সত্যজিৎ রায়ের শেষ ৩টি চলচ্চিত্র- ‘গণশত্রু’, ‘শাখাপ্রশাখা’ এবং ‘আগন্তুক’-এ তিনি ফোটোগ্রাফার হিসেবে কাজ করেন।
তিনি ছোটদের ম্যাগাজিন ‘সন্দেশ’ র-এ প্রকাশক হিসেবে কাজ করেন ও করছেন। এই ম্যাগাজিন প্রকাশ শুরু করেন প্রপিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এরপর তার পিতামহ সুকুমার রায় ও বাবা সত্যজিৎ রায় এই ম্যাগাজিনের হাল ধরেন। ১৯৯২ সালে বাবার মৃত্যুর পর সন্দীপ রায় যুগ্ম সম্পাদক হিসেবে কাজ শুরু করেন এবং ২০০৩ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি এই ম্যাগাজিনের সম্পাদক।
তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদাকে নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন। ২০০৩ সালে তিনি তার বাবার লেখা ১৯৬২ সালে প্রকাশিত ‘বঙ্কুবাবুর বন্ধু’ গল্পের উপর ভিত্তি করে কাজ শুরু করেন। এই টেলিছবি কৌশিক সেন পরিচালনা করেন। এই ছবি ২০০৬ সালে টিভিতে দেখানো হয়। তিনি তার নিজের লেখা কাহিনি হিটলিস্ট-এর উপর ভিত্তি করে ২০০৯ সালে সিনেমা নির্মাণ করেন।
তিনি তারিনীখুড়োর উপর সিনেমা নির্মাণ করেছেন। তারিনীখুড়ো সত্যজিৎ রায়ের লেখা এক জনপ্রিয় চরিত্র।
২১ ডিসেম্বর, ২০১২ সালে তাঁর নির্মিত যেখানে ‘ভূতের ভয়’ মুক্তি পায়। এতে রয়েছে সত্যজিৎ রায়ের লেখা ২টি গল্প : অনাথবাবুর ভয়, ব্রাউন সাহেবের বাড়ি ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ১টি গল্প : ভূত-ভবিষ্যৎ।
সন্দীপ রায় নির্মিত চলচ্চিত্র সমূহঃ ‘ফটিকচাঁদ’, ‘বঙ্কুবাবুর বন্ধু’, ‘একের পিঠে দুই’, ‘সত্যজিতের প্রিয় গল্প’, ‘সত্যজিত রায় প্রেসেন্টস’, ‘কিশোর কুমার’, ‘গুপি বাঘা ফিরে এলো’, ‘উত্তরণ’, ‘টার্গেট’, ‘ফেলুদা ৩০’, ‘বাক্স রহস্য’, ‘সত্যজিতের গপ্পো’, ‘বোম্বাইয়ের বোম্বেটে’, ‘নিশিযাপন’, ‘কৈলাসে কেলেঙ্কারী’, ‘টিনটোরেটোর যিশু’, ‘হিটলিস্ট’, ‘গোরস্থানে সাবধানে!’, ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘যেখানে ভূতের ভয়’, ‘চার’, ‘বাদশাহী আংটি’।
সন্দীপ রায় ১৯৫৩ সালের আজকের দিনে (৮ সেপ্টেম্বর) কলকাতায় জন্মগ্রহণ করেন।
Be First to Comment