গোপাল দেবনাথ : কলকাতা, ২৪, ডিসেম্বর, ২০২০। আমাদের রাজ্য সহ কলকাতায় যে সমস্ত পাখি প্রদর্শনী হয় তাদের মধ্যে অন্যতম কলকাতা শিয়ালদহ অঞ্চলের সন্তোষ মিত্র স্কোয়ারের পাখি প্রদর্শনী।
সন্তোষ মিত্র স্কোয়ারে চারদিন ব্যাপী পাখি প্রদর্শনী শুরু হলো।
২৪শে ডিসেম্বর থেকে শুরু হওয়া ২১ তম পাখি প্রদর্শনী চলবে আগামী ২৭শে ডিসেম্বর পর্যন্ত।
এই পাখি প্রদর্শনীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অল বেঙ্গল বার্ড লাভার্স অর্গানাইজেশন।
পাখি প্রদর্শনী সংগঠনের সভাপতি জননেতা সমাজসেবী সজল ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রদর্শনী দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছেন।
সজল ঘোষের উদ্যোগে গত ২০ বছর ধরে খুব ভালোভাবে পাখি প্রদর্শনী হয়ে আসছে।
এই প্রদর্শনীতে প্রতি বছর ৫০ হাজারের চেয়ে বেশি মানুষ আসেন তাদের মধ্যে ছোট ছেলে মেয়েরা বেশি মাত্রায় আসেন বলে জানালেন প্রধান উদ্যোক্তা সজল ঘোষ।
তিনি আরো বলেন আমরা করোনা অতিমারীর মাঝে সরকারি প্রতিটি নিয়ম মেনেই এই প্রদর্শনীর আয়োজন করেছি।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটির সভাপতি ও সমাজসেবী শ্রী প্রদীপ ঘোষ।
এই পাখি প্রদর্শনী প্রত্যক্ষ করে রাজ্যের মন্ত্রী শ্রী তাপস রায় উদ্যোক্তাদের ভূয়সী প্রসংশা করেন।
Be First to Comment