নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১১ মে ২০২১। অভিনেতা- বিধায়ক সোহম চক্রবর্তীর অনুপ্রেরণায়, টিম সোহম ও হাসি খুশি ক্লাবের যৌথ উদ্যোগে, এই কঠিন পরিস্থিতিতে করোনা রোগীদের পাশে সব রকম ভাবে থাকার চেষ্টা করা হচ্ছে। অক্সিজেন, ওষুধ, খাবার এর ব্যবস্থা করে দিচ্ছেন হাসি খুশি ক্লাব ও টিম সোহম।
কোভিড হলে জানালে তাদের বাড়ি গিয়ে স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে। কারো বৃদ্ধ বাবা মা তাদের বাড়িতে থাকছেন, খেতে পাচ্ছেন না, ওষুধ পাচ্ছেন না, কোভিড হওয়ার জন্য, তাদের জানালে তারা গিয়ে খাবার, ওষুধ প্রভৃতির ব্যবস্থা করে দিচ্ছেন। বরানগর পুরো অঞ্চল থেকে শুরু করে দমদম, শ্যামবাজার, কাশিপুর, বেলগাছিয়া, সোদ পুর, ব্যারাক পুর, এবং সাউথের কিছু দিকে যতটা সম্ভবপর হচ্ছে তারা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। তাদের সাধ্য মতোন অক্সিজেন পরিষেবা, যতটা সম্ভব হচ্ছে দেওয়ার চেষ্টা করছেন, কারো কোনো সমস্যা হলে তারা সেখানে পৌঁছে গিয়ে খাবার দেওয়া, ওষুধ দেওয়ার মতোন ব্যবস্থা গুলো করে দিচ্ছেন। কারো যদি বেসরকারি ক্ষেত্রে বেডের ব্যবস্থা লাগে তারা নিজেদের সাধ্য মতো বেড জোগাড় করে দেওয়ার চেষ্টা করছেন। এবং কোভিড রোগীদের নিয়ে হসপিটালে অ্যাডমিট করা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা, সব কিছুই তারা করেছেন, করছেন, এবং ভবিষ্যতেও করবেন। তাদের এই পরিষেবা আরও বৃহত্তর করার পরিকল্পনা করছেন তারা। আগের বার করোনা লক ডাউন চলাকালীন রাস্তায় গিয়ে গিয়ে সমস্ত মানুষদের খাবার দিয়ে আসতেন তারা, ফুটপাথে থাকা মানুষ দের, কোভিড রোগীদের পরিষেবা দিয়েছেন তারা। জানালে – শুভংকর, হাসি-খুশি ক্লাব ও টিম সোহমের সম্পাদক।।
For more information ontact Suman Kar: 7980113250
Be First to Comment