গোপাল দেবনাথ : ৩০ জুলাই, ২০২০। কংগ্রেস রাজনীতিতে একটা অধ্যায়ের সমাপ্তি হলো। বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন বুধবার রাত ১:৩০ মিনিট নাগাদ, দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
প্রয়াত কংগ্রেস নেতা গনিখান চৌধুরীর বিশেষ স্নেহধন্য ছিলেন। তৎকালীন সময়ে বহু নেতা নেত্রী সোমেন বাবুকে তৎকালীন রেলমন্ত্রী গনিখান চৌধুরীর শিষ্য বলে সম্বোধন করতেন। মনেপ্রাণে কংগ্রেসি বলতে যা বোঝায় এই নেতা তাই ছিলেন।
বহু বারের বিধায়ক, মাঝখানে একবার তৃণমূলে যোগদান করে ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ হয়েছিলেন। প্রাক্তন তৃণমূল সাংসদ ও বর্তমান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র র প্রয়াণে রাজ্যবাসী সহ দেশবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোকপ্রকাশ করেছেন।
জাতীয় কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী ও গভীর শোকপ্রকাশ ও নেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সমগ্ৰ কংগ্রেসি নেতা ও কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এই জনদরদী কাজের মানুষ ও কাছের মানুষ হঠাৎ করে ছোড়দার চলে যাওয়াটা সাধারণ মানুষ কিছুতেই মেনে নিতে পারছেন না। এই সদা হাসি খুশি সোমেন মিত্র র প্রয়াণ সম্পর্কে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি জানালেন, এই ধরণের জনদরদী মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া বিরল।
আমি একজন অভিভাবক হারালাম। আমি এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থা এই জনদরদী নেতার পরিবার, পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
Be First to Comment