Press "Enter" to skip to content

সংহতি সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল…..।

বিশেষ প্রতিনিধি: কলকাতা, ১১ অক্টোবর ২০২১। শুভ পঞ্চমীর দিনে অর্থাৎ গত রবিবার সন্ধ্যায় দক্ষিন লেকপল্লী সংহতি সার্বজনীন দুর্গোৎসবের জমজমাট শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশীষ  কুমার, কাউন্সিলার রতন দে সহ বিশিষ্টজন। এই বছর ‘সংহতি’ ক্লাবের পুজো ৬৫ বছরে পদার্পন করলো।

ক্লাবের সহ সভাপতি মুন সাহা উপিস্থিত সাংবাদিকদের জানালেন,”এবছর আমরা সমস্ত কোভিড প্রটোকল মেনে পুজোর আয়োজন করেছি। মাস্ক, স্যানিটাইজর ব্যবহার আবশ্যিক। “বিধায়ক দেবাশিষ কুমার উদ্বোধনে উপস্থিত হয়ে উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান।

ক্লাবের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানানো হয়।এই পুজোয় বিশেষ সহযোগিতায় রয়েছে Mofaf Style Zone এবং স্বপ্নপূরণ।

More from CultureMore posts in Culture »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.