Press "Enter" to skip to content

সংগীতশিল্পী শান, সোনু নিগম সহ কোভিড -১৯ ত্রাণ তহবিলের জন্য ৩৫ জন অভিনয় শিল্পীর অনবদ্য কনসার্ট….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : ৬ জুন, ২০২১। করোনা পরিস্থিতিতে অর্থ সাহায্যের জন্য ভার্চুয়াল সুরের অনুষ্ঠান। হাত মেলালেন শান, সাধনা সরগম, পদ্মশ্রী মালিনি অহস্থি, রাজ পন্ডিত সহ ৩৫ জন তারকা। গতকাল ৫ জুন কোভিড ত্রাণে অর্থ সাহায্যের জন্য অনলাইন কনসার্ট করেন।  টিকিটের টাকা দান করা হবে ত্রাণ তহবিলে বলে জানা গেছে। অনুষ্ঠানের নাম, ‘এক সাথ-ইন্ডিয়া উইল রেজ এগেইন’। অর্থাৎ, একসঙ্গে ভারত আবার উঠে দাঁড়াবে। করোনাকালে অনেক মানুষই তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। অনেকেই স্বামী বা স্ত্রীকে হারিয়েছেন। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে ক্ষুদ্র শিল্পীরা, অর্থকষ্টে ভুগছেন অনেকেই। তাঁদের জন্য অর্থ সংগ্রহ করতেই এই অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন একজন অভিনেতা। অনুপম খের এবং তাঁর সংস্থা অনুপম খের ফাউন্ডেশান। অনুপম ছাড়াও এই উদ্যোগে সামিল রয়েছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, ও পল্লবী যোশী। তাঁদের সংস্থা আই অ্যাম বুদ্ধা ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছে জিকেপিডি সংস্থা’। সেবা ইন্টারন্যাশানাল ফাউন্ডেশান, কশ্যপ সেবা ফাউন্ডেশান ও ইউএস ইন্ডিয়া প্রগতি ফাউন্ডেশান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন ৩৫ জন গুণী শিল্পী। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন বহু তারকা। বলিউড থেকে শুরু করে টলিউট, সংগীত থেকে শুরু করে অভিনয়, সবাই যে যার সাধ্যমত  সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। বাংলাতেও করোনা পরিস্থিতিতে অর্থসংগ্রহের জন্য অনলাইন কনসার্ট করছেন একাধিক সঙ্গীতশিল্পী। সম্প্রতি রুপম ইসলাম একটি অনলাইন কনসার্ট করেছেন যার টিকিটের সমস্ত টাকাই তিনি তুলে দিয়েছেন আর্তদের হাতে। অনলাইন কনসার্টের আয়োজন করেছেন মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, অনুপম রায়, লোপামুদ্রা মিত্র, জয় সরকার সহ একাধিক সুরের কলাকুশলীরা। অন্যদিকে পিছিয়ে নেই অভিনয় জগতও। সৃজিত মুখোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে সেফ হোম পরিষেবা। পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়রা শহরে একাধিক অক্সিজেন পরিষেবা সহ সেফ হোম চালু করেছেন। রয়েছে মোবাইল অক্সিজেন ভ্যানের সুবিধাও।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.