Press "Enter" to skip to content

শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এর উদ্যোগে লতা মঙ্গেশকরের স্মৃতিতে ‘ইন্ডিয়া পোস্ট’ নামে এক বিশেষ প্রচ্ছদ প্রকাশ….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২২ ফেব্রুয়ারি, ২০২২। কিন্নরকণ্ঠী লতা মঙ্গেশকারের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ তথা উপমহাদেশ। অন্তবিহীন… বড়ো শূন্য শূন্য দিন। ভারতের ইতিহাসে সবচেয়ে সুরেলা কণ্ঠ থেমে যাওয়ার দুঃখ ভোলার নয় কখনোই। আর  কেউ চাইলেও তাকে ভুলতে পারবেন বলে মনে হয় না। তবে এটাও ঠিক তিনি যেন মৃত্যুহীন প্রাণ। চির অমর হয়ে থাকবে তাঁর সব সুরেলা গান। অন্তরকে নাড়িয়ে দিয়ে যাওয়া সদা হাসিখুশি লতা মঙ্গেশকরের গান আরো কয়েক প্রজন্মকে সমৃদ্ধ করবে।

সম্প্রতি প্রয়াত এই কিংবদন্তি লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে তাঁর স্মরণে এক অনন্য প্রয়াস নিয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – ‘ সর্বোত্তম- কাল, আজ ও পরশু’।
গত ২১ ফেব্রুয়ারি সোমবার কলকাতার ঐতিহ্যবাহী জিপিওর রোটান্ডায় এই অনুষ্ঠানের আসর বসেছিল।  লতা মঙ্গেশকরের স্মৃতিতে ‘ইন্ডিয়া পোস্ট’ নামে এক বিশেষ প্রচ্ছদ প্রকাশ করা হলো, যা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ‘ সর্বোত্তম সম্মান’ – এর অংশ বলা যায়।


অনুষ্ঠানটিতে মুখ্য অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দ্বায়িত্বপ্রাপ্ত চিফ পোস্টমাস্টার জেনারেল সম্মানীয় জে চারুকেশী, কলকাতা আঞ্চলিক দফতরের পোস্টমাস্টার জেনারেল সম্মানীয় নীরাজ কুমার, বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ ও সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী।

জে চারুকেশী এই উদ্যোগে খুশি হয়ে জানান, ‘ লতা মঙ্গেশকরের মতো একজন কিংবদন্তির ওপরে এমন কভার প্রকাশ করতে পারাটা আমার কাছে ভীষণ আনন্দের এবং সম্মানের।’
অন্যদিকে, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর এই উদ্যোগকে স্বাগত জানান নীরাজ কুমার।
গৌতম ঘোষ বলেন, এর আগেও এই প্রতিষ্ঠানের অন্যান্য উদ্যোগেও আমি সামিল হয়েছি। তবে লতা মঙ্গেশকরের ওপরে এই বিশেষ প্রচ্ছদ সত্যিই অনবদ্য ব্যাপার।’
বিশিষ্ট সংগীত পরিচালক প্রয়াত সলিল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরী আবেগঘন হয়ে জানান, ‘ বাবার সুর করা অসংখ্য গানে লতা মঙ্গেশকর কন্ঠ দান করেছেন। ওনার সঙ্গে আমার অসংখ্য স্মৃতি এখনো উজ্জ্বল। শ্যাম সুন্দর জুয়েলার্স-এর এই উদ্যোগে আমি উচ্ছ্বসিত।’
প্রতিষ্ঠান অধিকর্তা অর্পিতা সাহা জানান, ‘আমাদের সংস্থা সর্বদাই গুণের কদর করে। বিভিন্ন সময় নানা রকম উদ্যোগ নিয়ে আমরা তা আনন্দের সঙ্গে উদযাপন করি।’
সংস্থার আরেক অধিকর্তা রূপক সাহার কথায়, ‘পণ্ডিত বিরজু মহারাজ, ড. এল সুব্রহ্মণ্যম ও উস্তাদ আমজাদ আলী খানের মতো কিংবদন্তিদের আমরা সর্বোত্তম সম্মানে ভূষিত করেছি। আজ লতা মঙ্গেশকরের মতো এক অধ্যায়ের ওপর বিশেষ প্রচ্ছদ বের করতে পেরে আমরা সত্যিই ধন্য। সত্যি তিনি সর্বোত্তম- কাল, আজ ও পরশু।’

More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »
More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.