নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৮ জুলাই, ২০২১। রথযাত্রার শুভ পার্বণ উপলক্ষে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগামী ১০ থেকে ১৯ জুলাই ‘বিশেষ রথযাত্রা অফার’ উপস্থাপনা করছে।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স-এর পথ চলা শুরু হয়েছিল ১৯৬০ সালে রথযাত্রার এই শুভদিনে। তাই এই দিনে এতদিনের পথ চলার যে মূল চালিকা শক্তি তাঁর আশীর্বাদ নিয়েই বাৎসরিক ‘রথযাত্রা’ অফারটি শুরু করা হচ্ছে।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের পরিচালক অর্পিতা সাহা ও রূপক সাহা এই বছরের ‘রথযাত্রা’ উৎসব উপলক্ষে নতুন স্বর্ণ অলঙ্কারের সম্ভার উদ্বোধন করেছেন এবং রথযাত্রার বিশেষ অফারটি বিস্তারিতভাবে জানিয়েছেন –
স্বর্ণ অলংকারের মেকিং-চার্জে ২০% ছাড়, হীরা অলঙ্কারের মেকিং-চার্জে ৫০% ছাড় এবং প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার৷
থাকছে সহজ কিস্তিতে সঞ্চয় করে গয়না কেনার সুযোগ ‘সোনায় সোহাগা’, এবং পুরাতন সোনা এক্সচেঞ্জ করে নতুন গয়না নেওয়ার সুবিধা ৷
লকডাউন প্রত্যাহারের সাথে সাথে, গ্রাহকদের স্বাগত জানাতে আমাদের সমস্ত স্টোর সপ্তাহের প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। সমস্ত কোভিড প্রোটোকলগুলি বিশেষ ভাবে বজায় রাখা হচ্ছে । আমাদের সমস্ত কর্মী-সদস্যদের কোভিড-এর টিকা নেওয়া৷
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স-এর ‘বিশেষ রথযাত্রা অফার’ কলকাতা-র তিনটি শোরুম: গড়িয়াহাট, বেহালা ও বারাসাত-এ ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা সকল কে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
জয় জগন্নাথ!
Be First to Comment