Press "Enter" to skip to content

শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স-এর বিশেষ ‘রথযাত্রা’ অফার…..।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৬ জুলাই, ২০২১। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন থেকেই বাঙালির জীবনের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে যায়। আবার এই দিনেই বহু জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে যায়। করোনাকালে রথ যাত্রায় পুরী তে সরাসরি জগন্নাথদেবের দর্শন করতে না পারলেও আমাদের রাজ্যে বহু জায়গায় এই বিশেষ দিনটিকে শুভ মনে করে বহু দোকান বা শোরুমে ক্রেতাদের আকর্ষণ করতে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকে। রাজ্যের বহু সোনার দোকানে এই বিশেষ দিন বা বিশেষ সপ্তাহে সোনা বা হিরের গহনার কেনা কাটায় বিশেষ ছাড় দিয়ে থাকেন। পিছিয়ে নেই এই বাংলার এবং ত্রিপুরার প্রখ্যাত সোনার বিপনী শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।

রথযাত্রার শুভ পার্বণ উপলক্ষে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগামী ১০ থেকে ১৯ জুলাই ‘বিশেষ রথযাত্রা অফার’ উপস্থাপনা করছে।

শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স-এর পথ চলা শুরু হয়েছিল ১৯৬০ সালে রথযাত্রার এই শুভদিনে। তাই এই দিনে এতদিনের পথ চলার যে মূল চালিকা শক্তি তাঁর আশীর্বাদ নিয়েই বাৎসরিক ‘রথযাত্রা’ অফারটি শুরু করা হচ্ছে।

শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের পরিচালক অর্পিতা সাহা ও রূপক সাহা এই বছরের ‘রথযাত্রা’ উৎসব উপলক্ষে নতুন স্বর্ণ অলঙ্কারের সম্ভার উদ্বোধন করেছেন এবং রথযাত্রার বিশেষ অফারটি বিস্তারিতভাবে জানিয়েছেন –
স্বর্ণ অলংকারের মেকিং-চার্জে ২০% ছাড়, হীরা অলঙ্কারের মেকিং-চার্জে ৫০% ছাড় এবং প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার৷

থাকছে সহজ কিস্তিতে সঞ্চয় করে গয়না কেনার সুযোগ ‘সোনায় সোহাগা’, এবং পুরাতন সোনা এক্সচেঞ্জ করে নতুন গয়না নেওয়ার সুবিধা ৷

লকডাউন প্রত্যাহারের সাথে সাথে, গ্রাহকদের স্বাগত জানাতে আমাদের সমস্ত স্টোর সপ্তাহের প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। সমস্ত কোভিড প্রোটোকলগুলি বিশেষ ভাবে বজায় রাখা হচ্ছে । আমাদের সমস্ত কর্মী-সদস্যদের কোভিড-এর টিকা নেওয়া৷

শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স-এর ‘বিশেষ রথযাত্রা অফার’ কলকাতা-র তিনটি শোরুম: গড়িয়াহাট, বেহালা ও বারাসাত-এ ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
আপনাদের সবার সাদর আমন্ত্রণ৷
জয় জগন্নাথ!

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.