Press "Enter" to skip to content

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর শারদ সুন্দরীর মঞ্চে হাঁটলেন ফ্যাশন আইকন বিবি রাশেল ও জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার…..।

Last updated on December 1, 2021

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৩০ নভেম্বর ২০২১। প্রবাদে আছে সুন্দর মুখের জয় সর্বত্র। কথিত আছে স্বর্গে দেব দেবীদের আনন্দ দেওয়ার জন্য উর্বশী অপ্সরা’রা দেবরাজ ইন্দ্রের সভায় হাজির থাকতেন। বিবাহের জন্য পাত্রী চাই বিজ্ঞাপনে লেখা থাকে সুন্দরী পাত্রী অগ্রগণ্য।

অতএব বলা যেতে পারে  সকল শ্রেণীর মানুষ সুন্দরের পূজারী। যে কোনো পরিবারের কাছে তাদের কন্যা ও বধূ তাদের চোখে অপরূপা। কিন্তু সত্যি কি তাই! আমরা কেবলমাত্র উপরের রূপটাই দেখে তাদের বিচার করি কিন্তু মনের সৌন্দর্য পরখ করিনা।

শারদীয়া’র সময় নারীরা এমন সুন্দর সাজগোজ ও মেকআপের মাধ্যমে নিজেদের এমন  সুন্দরী করে তোলেন, কে যে কার চেয়ে বেশি সুন্দরী সেটা বিচার করা সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর হয় না।

বহু সংস্থাই ইদানিং কালে শারদ সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেন। তবে এই শারদ সুন্দরী প্রতিযোগিতায় সকলের থেকে একদম আলাদা ভাবে  ৯ বছর ধরে আয়োজন করে আসছেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর শারদ সুন্দরী কোং জুয়েলার্স এর শারদ সুন্দরী।

এই সুন্দরীদের কথা মাথায় রেখে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর নিবেদনে এবং খুকুমণি সিন্দুর ও আলতা এর সহ নিবেদনে গত ২৭ নভেম্বর হয়ে গেল শারদ সুন্দরী ২০২১ এর গ্র্যান্ড ফিনালে ক্যালকাটা বোটিং ক্লাবে। উপস্থিত ছিলেন সম্পন্ন বিবি রাশেল, শো স্টপার সোহিনী সরকার।

দুই সংস্থার পক্ষে রূপক সাহা, অর্পিতা সাহা, অরিত্র রায় চৌধুরী, এবারের তিন সেরা শারদ সুন্দরী আয়শী মুখার্জি (প্রথম), অনুগতা গুপ্ত সেন (দ্বিতীয় ),

প্রীতি সরকার (তৃতীয়)। এই প্রথম বার তিন সেরা মিসেস শারদ সুন্দরীকেও বেছে নেওয়া হলো, তাঁরা হলেন আরাত্রিকা দুজারি (প্রথম), উজ্জয়িনী চক্রবর্তী (দ্বিতীয়), সোনাক্ষী চৌধুরী (তৃতীয়)।

‘শারদ সুন্দরী’, আমরা সবাই জানি, দুর্গা পুজোর সময় সবচেয়ে উৎসবমুখর মুখের খোঁজ, এক অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রতীক্ষিত বার্ষিক বিউটি কনটেস্ট। এবার পায়ে,পায়ে নয় বছর হলো এই উদ্যোগের।

গ্র্যান্ড ফিনালে ছিল চমকে ভরা। উপস্থিত হন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার এবং ইউনেস্কো আর্টিস্ট ফর পিস, বিবি রাশেল এই প্রথম বার কোনো সুন্দরতা প্রতিযোগিতার মঞ্চে।

ওঁনার বিশেষ বিভাগে অতিথি শো-স্টপার হিসেবে উপস্থিত হন সুপার মডেল নয়নিকা চ্যাটার্জি।


তারপরে একে একে নির্বাচিত ‘শারদ সুন্দরী’ ফাইনালিস্টরা র‌্যাম্পে হাঁটলেন – এই মূল বিভাগে শো-স্টপার ছিলেন টলি ডিভা সোহিনী সরকার।
উপরিপাওনা এই বছর থেকে, বিবাহিত মেয়েদের জন্য একটি পৃথক বিভাগ – মিসেস শারদ সুন্দরী চালু করা হয়েছিল।


বিচারকদের মধ্যে ছিলেন কমলেশ্বর মুখার্জি (চলচ্চিত্র পরিচালক), চূর্ণী গাঙ্গুলী (অভিনেত্রী), ঋদ্ধি সেন (অভিনেতা), সুদর্শন চক্রবর্তী (নৃত্যগুরু), বিবেক দাস (চিত্রগ্রাহক), অনিরুদ্ধ চাকলাদার (মেক আপ আর্টিস্ট) এবং রণদীপ মৈত্র (ফিটনেস বিশেষজ্ঞ)।


বিবি রাশেল বলেন, “একটা লম্বা সময় পরে কলকাতায় ফিরে আসতে পেরে এবং আরও অনেক বেশি এই সুন্দর মুখের সন্ধানে অংশ নিতে পেরে আমি খুশি”, তিনি আরো বলেন, “আমি এই সুযোগ দেওয়ার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবং খুকুমনিকে ধন্যবাদ জানাতে চাই। সৌন্দর্য এবং ফ্যাশনের দুনিয়ায় নতুনদের এমন একটা মঞ্চ করে দেওয়ার জন্য উদ্যোক্তাদের অনেক সাধুবাদও জানাই।”


শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “উৎসবের মরসুমে এরকম একটা উদ্যোগ সত্যি স্বপ্নের মতো এবং আজ আমরা এটা দেখে সত্যিই খুশি যে এটা সেই প্রতিশ্রুতি পালন করেছে এবং দুর্গা পুজোর সময় সবচেয়ে উৎসবমুখর চেহারার জন্য একটা অত্যন্ত জনপ্রিয় এবং বহু প্রতীক্ষিত সুন্দরতা প্রতিযোগিতায় পরিণত হয়েছে”।


“আমরা গত সিজন থেকে এই উদ্যোগের সঙ্গে সামিল হয়েছি। এই উদ্যোগ নিয়ে আমরা খুবই খুশি”, বলেন অরিত্র রায় চৌধুরী, পরিচালক, প্রদীপ কেমিক্যাল ওয়ার্কস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড – ‘খুকুমনি’ সিন্দুর-আলতা ব্র্যান্ডের নির্মাতা ও বিপণনকারী।

“এই বছর ‘শারদ সুন্দরী’-এর প্রস্তুতি একটি চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছিল”, বললেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেক ডিরেক্টর রূপক সাহা। তিনি আরো বলেন, “কোভিড -১৯ এর বিধিনিষেধ অনেক সমস্যা তৈরি করেছিল তাই অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়, অসাধারণ রেসপন্সও পাওয়া যায়।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবং ‘খুকুমনি’-এই দুই জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারে দেখা যাবে বিজয়ীদের।

More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »
More from LifestyleMore posts in Lifestyle »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.