Press "Enter" to skip to content

শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং খুকুমণি নিবেদিত ১১তম শারদ সুন্দরী প্রতিযোগিতার সাংবাদিক সম্মেলন….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৮ সেপ্টেম্বর, ২০২১।করোনা অতিমারী সাধারণ মানুষ কে ঘরবন্দি করে রাখতে পারলেও স্বর্গ থেকে স্বপরিবারে মা দুর্গার মর্তে আগমন আটকাতে পারবে না। বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই অর্থাৎ আগামী অক্টোবর মাসেই। চারিদিকে সাজো সাজো রব শুরু হয়ে গেছে। মূর্তি তৈরি থেকে মণ্ডপ সজ্জা সহ সব কিছুই ঝড়ের গতিতে চলছে। গতবছর করোনা অতিমারী কিছুটা শিথিল হওয়ার পর অতিমারী বিধি মেনে মহা ধুমধামের সাথে দুর্গাপূজো সম্পন্ন হয়েছিল। গতবছর অর্থাৎ ২০২০ তে বহু সংস্থাই শারদ সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, তাদের মধ্যে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর আয়োজিত শারদ সুন্দরী প্রতিযোগিতাকে অন্যতম বলা যেতে পারে। যদিও সুন্দরী বাছাই পুরো পর্বটি অনলাইনে সম্পন্ন হয়েছিল।

প্রায় ১৫০০০ এর বেশি প্রতিযোগিনীদের আবেদন পত্র জমা পড়েছিল আয়োজকদের দপ্তরে। এই বছরও অনুষ্ঠিত হতে চলেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং খুকুমণি নিবেদিত শারদ সুন্দরী ২০২১। সর্বজনপ্রিয় শারদ সুন্দরী প্রতিযোগিতা এই বছর ১১তম বর্ষে পদার্পন করলো। গত ৭ সেপ্টেম্বর কলকাতার লেক ক্লাবে শারদ সুন্দরী প্রতিযোগিতা কে কেন্দ্র করে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে ছিলেন উদ্যোক্তারা। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা, খুকুমনির অন্যতম কর্ণধার অরিত্র রায় চৌধুরী, শারদ সুন্দরী মনীষা সেন।

রূপক বাবু সাংবাদিকদের জানালেন ১১তম শারদ সুন্দরী প্রতিযোগিতার জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে (www.sharadsundari.com) আবেদন করা যাবে।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.