গোপাল দেবনাথ : কলকাতা, ২৩, জানুয়ারি, ২০২১। বিগত বছর গুলোর মতোই শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স উপস্থাপনা করছেন এ বছরের শারদ সুন্দরী, যেমনটি আমরা সবাই জানি, সুন্দর মুখের খোঁজের জন্য খুবই জনপ্রিয় এবং বহুল প্রতীক্ষিত বার্ষিক এই উদ্যোগ দুর্গাপূজার সময় বেশ নজর কাড়ে এবং এই বছর শারদ সুন্দরীর ৮ম বর্ষ।

আগের বছরগুলিতে জনপ্রিয় পূজা প্যান্ডেলে, প্রিমিয়াম আবাসনে এবং প্রিমিয়ার কলেজ ক্যাম্পাস গুলোয় সুন্দরী মুখের খোঁজ চলেছিল। কিন্তু এই বছর, বিশ্বব্যাপী কোভিড -১৯ এর জন্য সুরক্ষার কারণে সুন্দরী মুখের অনুসন্ধান সম্পন্ন হল সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে।

বিশেষভাবে উল্লেখ করার বিষয় আশাতীত ভাবেই প্রতিযোগীদের সংখ্যা বিগত বছর গুলোর সব রেকর্ড নিমেষে ভেঙে দিয়েছে। অনলাইনে আসা পনেরো হাজারের থেকেও বেশি প্রতিযোগীদের মধ্যে থেকে নিখুঁত ভাবে বেছে নেওয়া হয় সেরা বারো সুন্দরীকে।

এদিনের টানজারিনের অনুষ্ঠানে ১০ সুন্দরীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শ্যাম সুন্দর জুয়েলার্স সংস্থার কর্ণধার শ্রী রূপক সাহা।

রূপক সাহা বলেন, গত নয়মাস ধরে “কোভিড -১৯ বিধিনিষেধ অনেক সমস্যা তৈরি করলেও আমরা এর ফর্ম্যাটটি অন্য ভাবে ভেবে অনলাইনে নিয়ে এসেছিলাম।

এতে প্রতিযোগিদের অংশগ্রহণ করতে অনেক সুবিধাই হয়েছে। প্রতিযোগীদের শারদসুন্দরী ডট কম এ গিয়ে তাদের এই উৎসবের সেরা মুহূর্তের ফটোগ্রাফ পাঠাতে হল।

আশাতীত ভাবে পনেরো হাজারের বেশী প্রতিযোগী যোগ দেন। সেরা দশজন এদিনের অনুষ্ঠানে যোগ দেন।

উপস্থিত ছিলেন সম্মানীয় বিচারক মন্ডলী এ ছাড়াও সঙ্গে ছিলেন গত বছরের বিজয়ী মণীষা সেন। আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। বেছে নেওয়া হবে এবারের শারদ সুন্দরীকে।”

Be First to Comment