Last updated on November 5, 2021
শ্রীজিৎ চট্টরাজ : কলকাতা, ৩ নভেম্বর, ২০২১। পরিচালক শৈবাল মিত্রের টলিউডে পদার্পণ ২০০৭ সালে। প্রথম ছবি সংশয়। এরপর প্রযোজক মিলতে ২০১৫ তে বানান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী ব্যোমকেশ সিরিজের সজারুর কাঁটা। ধৃতিমান চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও কঙ্কনা সেনগুপ্ত ছিলেন সে ছবির মূল চরিত্র। ৫০ এর দশকে মঞ্জু পার প্রযোজিত অরুন্ধতী দেবী পরিচালিত এই ছবি আর একবার তৈরি হয়েছিল। সে ছবির নায়ক ছিলেন সতীন্দ্র ভট্টাচার্য। সহ অভিনেত্রী ছিলেন বাসবী নন্দী পরিচালক শৈবাল মিত্রের ছবি দুবার ইন্ডিয়ান প্যানোরামায় স্থান পেয়েছে। পেয়েছে বি এফ জে এ অ্যাওয়ার্ড।
আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে শৈবাল মিত্রের রাজনৈতিক বাংলা ছবি তখন কুয়াশা ছিল। এই ছবির চিত্রনাট্য পরিচালক লিখেছিলেন আজ থেকে প্রায় ৩০ বছর আগে। এরপর সৈয়দ মুজতবা সিরাজের কাছ থেকে ছবির স্বত্ব কেনেন বেশ কয়েক বছর আগে। কিন্তু প্রযোজকের অভাবে ছবি হয়নি। এরপর লেখকের মৃত্যুর পর তৃতীয়বার ছবির স্বত্ব কেনেন সিরাজের পরিবারের কাছ থেকে। প্রযোজক প্রদীপ চুরিয়ালের সবুজ সংকেত পেয়ে ছবির কাজ শুরু হয়। এক শিক্ষকের চরিত্রে অভিনয় করেন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। তপন সিংহের আতঙ্ক ছবির মতই বলিষ্ঠ চরিত্র। তবে এখানে শিক্ষক আতঙ্কিত নন, প্রতিবাদী। তাঁর দুই ছাত্র রাজনৈতিক আদর্শে বিশ্বাসী শাশ্বত চট্টোপাধ্যায় এবং সমাজবিরোধী বরুণ চক্রবর্তী। ছবিতে আছে শিক্ষক সৌমিত্রের কন্যা বাসবদত্তা চট্টোপাধ্যায়। ছবির সংগীত পরিচালক তেজেন্দ্র নারায়ণ মজুমদার।
পরিচালকের বক্তব্য, আজকাল সাসপেন্স থ্রিলারের দিকে ঝুঁকছেন সবাই। দোসর হয়েছে ও টি টি প্ল্যাটফর্ম।যাকে সিনেমা বলা যায় না। আমার মনে হলো গতানুগতিকতার বাইরে গিয়ে এই সময়ের প্রাসঙ্গিকতায় রাজনৈতিক ছবি করবো। তাই যখন কুয়াশা ছিল। প্রশ্ন অবশ্য উঠতেই পারে এখন কি কুয়াশা নেই? সেই প্রশ্নে না গিয়ে এই প্রতিবেদক প্রশ্ন রেখেছিল, ভারতে যথার্থ রাজনৈতিক ছবি নির্মাণ কি সম্ভব? পরিচালক জবাব দেন, কেন সম্ভব নয়? সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন করেননি? আমিও তো করলাম। সেন্সর বোর্ড আটকায়নি।
কিন্তু পরিচালকের মনে থাকা উচিত, কিছুদিন আগে অনীক দত্তের ভবিষ্যতের ভূত ছবির মুক্তি নিয়ে কি সমস্যা হয়েছিল। মিলন ভৌমিকের দাঙ্গা ছবির কথা ও বলা যায়। শুধু এই আমলে নয়, বাম আমলেই ধনঞ্জয় ফাঁসির ঘটনা নিয়ে হ্যাংম্যান নামে একটি ছবি নিয়ে সমস্যা হয় তৎকালীন মুখ্যমন্ত্রী নারাজ ছিলেন বলে।এমনকি সুমন মুখোপাধ্যায়ের নবারুণ ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে হারবার্ট ছবি সরকারি প্রেক্ষাগৃহে মুক্তি সম্ভব হয়নি অতি বাম অভিযোগে। এমন ঘটনার প্রমাণ আছে ভুরিভুরি। এখন দেখার শৈবাল মিত্রের রাজনৈতিক ছবি তখন কুয়াশা ছিল কেমন দর্শক আশীর্বাদ পায়।
Be First to Comment