মতিলাল পটুয়া : দক্ষিনেশ্বর : কলকাতা।
আমি লিখেছি যত ছড়া যত কবিতা
শুধু তোমারই জন্যে ,
আমি লিখেছি যত গল্প যত গান
শুধু তোমারই চিহ্নে ।
আমি এঁকেছি যত স্বপ্ন যত স্মৃতি
শুধু তোমারই আশায় ,
আমি এঁকেছি যত ছবি যত চিত্র
শুধু তোমার প্রেরনায় ।
আমি দেখেছি যত সুখ যত দুঃখ
শুধু তোমারই আবেগে ,
আমি ভেবেছি যত রূপ যত গন্ধ
শুধু তোমারই আবেশে ।
আমি শুনেছি যত শব্দ যত কান্না
শুধু তোমারই কৃপায় ,
আমি সহেছি যত ঝড় যত ঝঞ্ঝা
শুধু তোমারই আস্থায় ।
আমি মেনেছি যত নিয়ম যত নীতি
শুধু তোমারই রীতিতে ,
আমি সঁপেছি যত জপ যত ধ্যান
শুধু তোমারই প্রীতিতে ।
আমি চলেছি যত রাস্তা যত ঘাট
শুধু তোমারই লক্ষ্যে ,
আমি পেয়েছি যত ভাব যত মৌন
শুধু তোমারই সখ্যে ।
মতিলাল পটুয়া
Be First to Comment