গোপাল দেবনাথ :কলকাতা, ১০ সেপ্টেম্বর, ২০২১। করোনা অতিমারীর সময়ে বাংলা সিনেমার শ্যুটিং হয়নি বলা যেতে পারে। একদিকে দীর্ঘকালীন সময় ধরে প্রেক্ষাগৃহে তালা ঝুলেছে। যদিও সরকারি বাধা নিষেধ মেনে প্রেক্ষাগৃহ খুললেও দর্শকের বড়ই অভাব। এই সময় কালের মধ্যে যে সকল প্রযোজক ও পরিচালক সিনেমার শ্যুটিং শেষ করতে পেরেছেন তাদের মধ্যে অন্যতম প্রিয়া ফিল্মস এণ্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত “অবলম্বন” অন্যতম।
নাড়ুগোপাল মন্ডল এর চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় এই সিনেমার কাহিনী ও প্রযোজনার দায়িত্ব তুলে নিয়ে ছিলেন প্রিয়া পাল। গত ৪ঠা সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাবে প্রযোজক সংস্থা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। ওই দিনের সাংবাদিক সম্মেলনেই এই অবলম্বন সিনেমার পোস্টার ও অডিও প্রকাশ করা হয়। এই পোস্টার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক প্রিয়া পাল, পরিচালক নাড়ুগোপাল মন্ডল, বিশিষ্ট গীতিকার গৌতম সুস্মিত, প্রচারবিদ দেবব্রত রায় চৌধুরী সহ বিশিষ্টজন। এই সিনেমায় অভিনয় করেছেন প্রয়াত প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মেঘনা হালদার, রঞ্জন ভট্টাচার্য, প্রিয়া পাল,
টুইঙ্কল বসু, পৃথা দাস, নাড়ুগোপাল মন্ডল, টাপু কর, পলাশ গাঙ্গুলী সহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা। প্রযোজক সংস্থার আশা ও বিশ্বাস সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় সমৃদ্ধ এই সিনেমা দর্শকদের ভালো লাগবে।
Be First to Comment