শ্রীজিৎ চট্টরাজ: কলকাতা, ২৮ সেপ্টেম্বর, ২০২১।বাঙালির ঠাকুরপো বৌদির একটা আলাদা রসায়ন কাজ করে যুগ যুগ ধরে। কখনও বৌদি হয়ে ওঠেন মায়ের বিকল্প, কখনও বড়দি। বেকার দেওরের মুস্কিল আসানও হন বৌদি। আবার অনেক বাঙালি পরিবারে কাদম্বরী বৌদিরও দেখা মেলে। ইদানিং বিনোদন দুনিয়ায় দেখা মিলছে দুপুর বৌদি, ঝুমা বৌদি, মৌ বৌদির। পুজোর ছুটিতে এবার দেখা মিলল ফুলটুসি বৌদির।
কলকাতার প্রেস ক্লাবে ফুলটুসি বৌদি এলেন ৪৪০ ভোল্টের বিদ্যুৎ তরঙ্গ নিয়ে। বৌদির রূপদান করেছেন পরিচালক তুহিন সিনহা। স্বভূমি এন্টারটেইনমেন্ট এর ব্যানারে ডা: প্রবীর ভৌমিকের প্রযোজনায় ডিজিটাল প্ল্যাটফর্মের ছবি ফুলটুসি বৌদির চরিত্রে অভিনয় করেছেন মৌ প্রিয়া দাস। অন্যান্য চরিত্রে আছেন প্রদীপ ভট্টাচার্য, দেবাশিস গাঙ্গুলি, শুভাশিস ব্যানার্জি, দিব্যেন্দু শেখর দাস, তপন রায়, চাঁদনি দিয়াশি, কাজু, সাহেব ও কৃষ্ণাকে। আর আছেন বিশাল বোস, স্নোই শর্মা, শতাব্দী দাস, সংহমিত্রা বস্, রিয়া মণ্ডল, ও রাজকুমার।
চিত্র গ্রহণে পার্থ রক্ষিত। প্রযোজক ডা: প্রবীর ভৌমিকও একটি বিশেষ চরিত্রে রূপদান করেছেন। গত ২৫ সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে ছবির একটি গান মুক্তি পেলো। গানটি গেয়েছেন সকলের প্রিয় জোজো। কোরিওগ্রাফি করেছেন বাজার কাঁপানো ‘টুম্পাসোনা’ খ্যাত অমর গুপ্তা। সংগীত পরিচালক টোটন মৈত্র। প্রযোজনা নিয়ন্ত্রণ করেছেন তপন রায়।
অনুষ্ঠানটি অন্য মাত্রা পায় যখন প্রযোজনা সংস্থা থেকে কিছু রিক্সা ওয়ালা এবং ট্যাক্সিওয়ালা যারা আর্থিকভাবে দুর্বল সেইসব মানুষের হাতে তুলে দেওয়া হয় আর্থিক উপহার। সম্মানিত করা হয় বর্ষীয়ান চলচ্চিত্রকুশলী গৌর বসাককে।
আসন্ন উৎসবের মুহূর্তে প্রযোজক সংস্থার এই ভাবনা প্রশংসার দাবি রাখে এবং সকলের থেকে আলাদা করে দেয়। ফুলটুসি বৌদি দর্শকদের কতটা মন জয় করবেন সেটাই এখন দেখার।
Be First to Comment