Press "Enter" to skip to content

শহরের পথে সেরামের জীবন দেবতা রথ….।

Spread the love

 

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১ জুলাই ২০২২। আজ পয়লা জুলাই কিংবদন্তি চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়-এর জন্ম এবং প্রয়াণ দিবস। সমাজের সেবায় নিয়োজিত প্রাণ এই মানুষটির জন্মদিন উপলক্ষে সর্বত্র ডক্টরস ডে পালন করা হয়ে থাকে। এবার রথে চড়ে শহর পরিক্রমা করার মাধ্যমে এক অন্য ধারার স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। এ রথ মানব সেবার রথ। যে মন্ত্রে দীক্ষিত ছিলেন ডাঃ রায়। এ রথে বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়, পরিক্রমা করে শহরের নানা পথ। এই রথ পথ চলতি মানুষের সেবায় কাজ করল। এই রথ থেকেই পথ চলতি মানুষ মেপে নিলেন নিজের শরীরে শর্করার পরিমাণ, রক্ত চাপের পরিমাপ , রক্তে অক্সিজেনের পরিমাপ, করা হল ইসিজি রথের পিছনে থাকা অ্যাম্বুলেন্সে। পথ চলতি মানুষের কাছে এ এক অন্য রথ। এই রথ গেল শহরের বিভিন্ন ক্লাবে। তবে এই রথের কোনো উল্টোরথ নেই। ডাঃ রায়ের জন্ম-মৃত্যুদিন একই দিনে হওয়ায় এই দিনকেই জীবন দেবতা রথ পথে নামানোর পরিকল্পনা করেন সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন কর্তৃপক্ষ। সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য সাংবাদিকদের বললেন, ” আমরা সারা বছর থ্যালাসেমিয়া সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে নানা কর্মসূচী গ্রহণ করি।

আর থ্যালাসেমিয়া ছাড়া আরো অনেক স্বাস্থ্য কেন্দ্রিক বিষয়ে আমরা সমাজের সেবায় ব্রতী। তাই এমন একজন কিংবদন্তি ডাক্তার এর জন্ম-প্রয়ান দিবস উপলক্ষে এই জীবন দেবতা রথের পরিকল্পনা করেছি। রথ থেকে সাধারণত প্রসাদ বিতরণ করা হয়। আমাদের প্রসাদ হলো মানব সেবা। তাই এই রথ পথচলতি মানুষের ন্যুনতম প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে কিছু পরিষেবা প্রদান করলো। ডাঃ রায়ের আদর্শ পাথেয় করেই আমাদের এই উদ্যোগ।”

**A Jeevan Debata Rath got initiated to observe Dr. Bidhan Chandra Roy’s birth and death anniversary which got facilitated several on the wheel free health check ups for the on street going people near Shyambazar five point crossing initiated by Serum Thalassaemia Prevention Federation. It’s a rath of humanity to serve people of society. Sanjib Acharya, secretary of the organisation flagged off the journey. Later the rath visited several city clubs to provide free health check ups to the locals.**

 

More from CultureMore posts in Culture »
More from HealthMore posts in Health »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.