শব্দের শব্দেরা / মতিলাল পটুয়া : দক্ষিনেশ্বর : কলকাতা।
সেই সৃষ্টি থেকে শব্দের জন্ম
ওঁ ওঁ থেকে ওঁম ,ওঁম থেকে ওঙ্কার
টুয়া , টুয়াহা থেকে মা রূপেই
প্রবাহমান শব্দের শব্দেরা ।
ঐ আদি শব্দের শব্দেরা
আজও বিরাজমান
ঝড়ের শব্দে বৃষ্টির শব্দে
পাখির কলতান সাগরের গর্জনে ।
বাতাসের সন সন বৃষ্টির ঝম ঝম
বজ্রের গুড়ুম গুড়ুম ঢাকের ডাং ডাং
পাখির ঝটপট পতাকার পতপত
বাঁশির মধুর সুর জন্তুর হুংকারে ।
শব্দের শব্দেরা বর্তমানে
কলিং বেলে মোবাইল রিংয়ে
হোম থিয়েটার ঘড়ির পেন্ডুলামে
বিলাস বহুল ফ্ল্যাটের বিলাসিতায় ।
শব্দের শব্দেরা ঝড়ে পড়ে
মুমূর্ষ ব্যাক্তির শ্বাস প্রশ্বাসে
শ্রমিকের ঘর্মাক্ত শরীরে
ক্ষুধার্থ শিশুর লালায়িত জিহ্বায় ।
মতিলাল পটুয়া
Be First to Comment