পারিজাত মোল্লা : কলকাতা, ২৬ আগস্ট ২০২৩। গত শুক্রবার সল্টলেকে অবস্থিত ল্যান্ড ট্রাইবুনাল আদালতের ২৫ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠান হয়। গত ১৯৯৯ সালে ১৩ আগস্ট ল্যান্ড ট্রাইবুনাল আদালতের পথচলা শুরু। তার আগে ১৯৯৭ সালে এই ভূমি আদালত গঠনের আইন পাশ হয়। যদিও সেসময় এই আইন কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আইনজীবীদের একাংশ । শেষ পর্যন্ত বাধা বিপত্তি কাটিয়ে বিকাশ ভবনে তিন তলায় শুরু হয় এই ল্যান্ড ট্রাইবুনাল এর পথ চলা। এই আদালতের মুখ্য উদ্দেশ্য অতিদ্রুত মামলার নিষ্পত্তি করা। ৬ মাস সময়সীমার মধ্যে মামলা শেষ করতে হবে। মামলার চাপ বাড়তে থাকায় চিন্তা শুরু হয় নতুন ভবন নির্মাণের এবং তা ফলপ্রসু হয় ২০০৮ সালে। দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভূমি সংক্রান্ত মামলা এখানে হয়। চারটি বেঞ্চ রয়েছে এখানে।
এখানকার চেয়ারম্যান হন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। তার সঙ্গে থাকেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত সেক্রেটারি লেভেলের একজন বিচারপতি। অন্য তিনটি বেঞ্চে থাকেন একজন করে বিচারবিভাগীয় মেম্বার । আরেকজন প্রশাসনিক মেম্বার।কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভাশীষ দাশগুপ্ত বর্তমানে চেয়ারম্যান রয়েছেন।গত শুক্রবার ২৫ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ল্যান্ড ট্রাইবুনাল আদালতের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শুভাশীষ দাশগুপ্ত, বার এসোসিয়েশন এর সম্পাদক বিশ্বপ্রিয় রায়, শ্রী সৌমাব্রত সরকার, শ্রীদিবাকর মুখোপাধ্যায়, শ্রী অরূপ বসু শ্রী তাপস চৌধুরী প্রমুখ ছিলেন। বার এসোসিয়েশন এর সম্পাদক বিশ্বপ্রিয় রায় বলেন -” আমাদের এই আদালতে পরিকাঠামোগত উন্নয়ন দরকার, আশা করছি রাজ্য সরকার এগিয়ে আসবে”।
ল্যান্ড ট্রাইবুনালের ২৫ বর্ষপূর্তি উদযাপন…।

More from CourtMore posts in Court »
- হাওড়া জাতীয় লোক আদালতে নিস্পত্তি মামলার আর্থিক পরিমাণ ৮ কোটি ১৫ লাখ টাকা….।
- হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার কে সংবর্ধনা প্রদান করলো লিগ্যাল এইড ফোরাম…।
- আইনজীবী অলোক কুমার দাস ২৭ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শামলা আগলে রেখেছেন….।
- প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী মঙ্গলকোটে
- সংবাদ বিষয়ক মামলায় হাইকোর্টের আদেশনামা দাখিল করা হলো কালনা আদালতে….।
- লিগ্যাল এইড ফোরামের পক্ষ থেকে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত কে সংবর্ধনা দেওয়া হলো…।
Be First to Comment